স্কটল্যান্ডকে হারিয়ে কোয়ার্টারে বাংলাদেশ

u19 31 01 2016

স্কটল্যান্ডকে ১১৪ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। রবিবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।

রবিবার সকালে টসে হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। ১৭ রানে দুই উইকেট পড়ে যাওয়ায় কিছুটা চাপে পড়তে হয় বাংলাদেশকেঅ সাইফ হাসান ৪৯ করে দলকে কিছুটা এগিয়ে দেন। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের অর্ধশতক দলকে আরো এগিয়ে নিয়ে যায়। আর নাজমুল হাসান শান্তর ১১৩ রানে ভর করে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৫৬ রান।

বড় রানের টার্গেটে মাঠে নেমে স্কটল্যান্ডের দুই ওপেনার এনডি ফ্লাক ও জনস্টন ২০ এর কোঠায় রান করেন। দলের হয়ে সর্বোচ্চ রান করেন আজিম দার (৫০)। এছাড়া ওয়ালার করেন ২৪ রান। আর কেউ রানের দিক থেকে দুই ঘরে পৌঁছাতে পারেননি। ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৪২ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড।

প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়েছিল অনূর্ধ্ব-১৯ দল।

Comments (0)
Add Comment