Connecting You with the Truth

স্ট্যালোনের জীবনের চিত্রনাট্য

b-8
বিনোদন ডেস্ক:
‘র‌্যাম্বো’ খ্যাত হলিউডি অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন এবার নিজের জীবনী নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন। শৈশবকাল, যৌবন, হলিউডে কাজ শুরু করা, দুঃখ, প্রেম, অভিনয়, চিত্রনাট্য, নির্মাণ সহ স্ট্যালোনের জীবনের সব বিষয় উঠে আসবে এ চলচ্চিত্রে। সম্প্রতি এ তথ্য সংবাদ মাধ্যমে জানান স্ট্যালোনের মা জ্যাকি। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবার কথা রয়েছে। আর এদিকে ‘র‌্যাম্বো’ সিরিজের পঞ্চম ছবি নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন ৬৮ বছর বয়সী এ অভিনেতা। ‘র‌্যাম্বো’ সিরিজের চতুর্থ ছবি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। ছয় বছর পর ‘র‌্যাম্বো ৫’ ছবির শুটিং শুরু হতে যাচ্ছে।

Comments
Loading...