Connecting You with the Truth

স্পার বাঁধ ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন সাংসদ নুরুজ্জামান এমপি

আদিতমারী সংবাদদাতা, লালমনিরহাট:

আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুটিরপাড় স্পার বাঁধ ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন লালমনিরহাট জেলার ২ আসনের সংসদ সদস্য মো. নুরুজ্জামান এমপি। তার সফর সঙ্গী হিসাবে ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা মো. মোস্তফা কামাল (জয়) আদিতমারী উপজেলার ইউএনও, পিআইও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানি একত্রিত হয়ে তিস্তার পানি বিপদ সীমায় প্রবাহিত হচ্ছে। বিধায় মহিষখোচা ইউনিয়নের কুটি পার বাঁধটি কয়েক দিনেই ১ কিলোমিটারের মত ভেঙ্গে গেছে। পানিবন্দী হয়ে রয়েছে ১ হাজারের অধিক পরিবার। উপজেলা প্রশাসকের পক্ষ হতে অত্র এলাকার পানিবন্দীদের মাঝে চাল বিতরণ করা হয়।

স্পার বাসিন্দারা জানান, তিস্তা নদীর তীব্র ভাঙ্গনে বসত ভিটা, চাষের জমি, সহায়-সম্বল সব হারিয়েছি। মাত্র কয়েক কেজি চাল দিয়ে কি আর হবে। তাই এমপি মহোদয়ের কাছে আমাদের জোরালো দাবি, প্রধানমন্ত্রীকে অবগত করে যেন নদী ভাঙ্গন থেকে তাদের উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করে।

Comments
Loading...