Connecting You with the Truth

স্পিকারের সাথে ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ

162239Shirin+Sharmin+Chowdhury+2জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে সফররত ৩-সদস্য বিশিষ্ট ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদলের প্রতিনিধিরা আজ তার কার্যালয়ে সাক্ষাত করেন।প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্যার কির স্টারমার এমপি।
‘লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ’ নামে লেবার পার্টির আট সদস্যের একটি দলের সদস্য হয়ে বাংলাদেশ সফরে আসা স্টিফেন টিমস, এমপি এবং স্টিভ রিড, এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, সংসদে আইন পাশের প্রক্রিয়া, সংসদ সদস্য নির্বাচন পদ্ধতি, অধিবেশনে সংসদ সদস্যদের মাঝে আসন বন্টন প্রক্রিয়া, সংসদ সদস্যদের কার্যক্রম, শিশু পার্লামেন্ট, বাংলাদেশে নাগরিকত্ব গ্রহণের পদ্ধতি, মহিলা চাকরীজীবীদের মাতৃত্বকালীন ছুটির বিধান, কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়ন এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে বাংলাদেশের নেতৃত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, যে কোন দেশের সংসদ সে দেশের গণতন্ত্র চর্চার কেন্দ্র। সংসদীয় গণতন্ত্র চর্চায় সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের বিরাট ভূমিকা রয়েছে। সংসদে ইস্যুভিত্তিক বিতর্ক দেশের গণতন্ত্রকে সমুন্নত করে।
স্পিকার বলেন, বাংলাদেশে বিগত সংসদগুলোতে বিরোধীদল থাকলেও তারা ওয়াকআউট করে দিনের পর দিন সংসদের বাইরে অবস্থান করেছে। এতে সংসদীয় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, বর্তমান সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সদস্য রয়েছেন। তারা যে কোন সংসদীয় ইস্যুতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদের মতামত প্রদান করেন। এমনকি তারা প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্নও করতে পারেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রণালয়ভিত্তিক সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে। এতে মন্ত্রণালয়ের যে কোন কার্যক্রমের ওপর আলোচনা ও দিক নির্দেশনা প্রদানের সুযোগ রয়েছে।
স্পিকার বাংলাদেশ সফর করায় ও সংসদ পরিদর্শনে আসায় প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

Comments
Loading...