স্পেনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন সাবেক আইজিপি হাসান মাহমুদ
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারকে স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। এতে বলা হয়, বর্তমানে অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগরত সাবেক এ পুলিশ কর্মকর্তাকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে।
এদিকে আরেক প্রজ্ঞাপনে অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগরত সাবেক অতিরিক্ত সচিব খন্দকার আখতারুজ্জামানকে এক বছর মেয়াদে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।