Connecting You with the Truth

স্পেনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন সাবেক আইজিপি হাসান মাহমুদ

স্পেনের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি হাসান মাহমুদপুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারকে স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। এতে বলা হয়, বর্তমানে অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগরত সাবেক এ পুলিশ কর্মকর্তাকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে।

এদিকে আরেক প্রজ্ঞাপনে অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগরত সাবেক অতিরিক্ত সচিব খন্দকার আখতারুজ্জামানকে এক বছর মেয়াদে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

Comments
Loading...