স্বামীর গানে অন্যজনা মডেল
বিনোদন ডেস্ক:
দু’জনার মধ্যকার পরিচয়-সুসম্পর্কটাও গড়ে ওঠে মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে। তবে চিত্র বদলেছে। হুট করেই হৃদয়-সুজানা বিয়েবন্ধনে আবদ্ধ হয়ে কাটাচ্ছেন রোমান্টিক ঘরানার দাম্পত্য জীবন। তবে এবার বাস্তব জীবনের রোমান্সকে পর্দায় নিয়ে আসার পায়তারা করছেন এই নব-দম্পতি। সত্যি কি তাই? তবে শুনুন, এতোদিন হিসাবটা আলাদা ছিল। দু’জনার মধ্যকার প্রেমের গুঞ্জনটি বাতাসে ভেসে বেড়ালেও মিডিয়ায় একজনের মূল পরিচয় ছিল সংগীতশিল্পী, অন্যজন মডেল। বিয়ের আগে হৃদয়ের বেশ ক’টি গানের মডেল হয়েছেন সুজানা। বিয়ের পর আবারও ঘটছে একই ঘটনা। হৃদয় জানান, তার ‘তুমিহীনা’ গানের ভিডিওচিত্রে সুজানাকে দেখা যাবে। তিনি আরও বলেন, সুজানার সঙ্গে ভিডিওতে কাজ করতে আমি সব সময় স্বাচ্ছন্দ্যবোধ করি। সে অনেক কিছু আমাকে ধরিয়ে দেয়। একজন সহশিল্পী হিসেবে সুজানার বিকল্প নেই, তাই অন্য কাউকে আমি ভাবিনি। এদিকে সুজানা বলেন, আর এবারই প্রথম আমরা দু’জনে দেশের বাইরে মিউজিক ভিডিও’র শুটিং করতে যাচ্ছি। উল্লেখ্য, হৃদয় খানের ‘আড়াল’ ও ‘ভালো লাগে না’ গান দুটির মডেল হয়েছিলেন প্রেমিকা সুজানা। এদিকে মিউজিক ভিডিওর শুটিং শেষ করে হৃদয় তার চতুর্থ মিশ্র অ্যালবাম ‘হৃদয় খান মিক্স-৪’-এর কাজ শুরু করতে যাচ্ছেন শিগগিরই। এবারও তার এ অ্যালবামে কণ্ঠ দেবেন একঝাঁক নতুন শিল্পী।