Connecting You with the Truth

স্মার্ট প্লেয়ার অব দ্য ম্যাচ মাহমুদউল্লাহ

s-9
স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে ৫৩ রান ও ৩ উইকেট নিয়ে ‘ওয়ালটন স্মার্ট প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের মাহমুদউল্লাহ রিয়াদ। পুরস্কার হিসেবে তিনি ওয়ালটনের পক্ষ থেকে পেয়েছেন একটি স্মার্টফোন ও ৩০০ ডলার। প্রায় দুই বছর ধরে টেস্টে খারাপ সময় যাচ্ছিল মাহমুদউল্লাহর। ২০১২ সালের নভেম্বরে খুলনা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৬ রান করেছিলেন। এরপর ফিফটি নেই আট ইনিংসে। গত ফেব্র“য়ারিতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ইনিংস ৩০ রানের। দীর্ঘ বিরতির পর রান খরা কাটে সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সিরিজের শেষ টেস্টে তামিম ইকবাল ৪৮ রানে বিদায় নিলে বাকিরাও তার পথ অনুসরণ করতে শুরু করেন। ব্যতিক্রম ছিলেন মাহমুদউল্লাহ। ১০০ বলে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। সুলাইমান বেনের বলে উইকেটরক্ষক রামদিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ। শফিউলের সঙ্গে তার ৮ম উইকেট তোলা ৪৫ রানই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। তবে তার এই লড়াইটা প্রয়োজনের তুলনায় ছিল সামান্য। কেননা বাংলাদেশ ফলোঅনের লজ্জা এড়াতে পারেনি। সর্ব সাকুল্যে ১৬১ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। যেখানে তাদের করতে হতো ১৮০ রান। তবে দ্বিতীয় ইনিংসে মাহমুদউল্লাহ ব্যাটিংয়ে হতাশ করেছেন। রানের খাতাই খুলতে পারেন নি তিনি। বাংলাদেশ হেরেছে ২৯৬ রানে। এ ছাড়া মাহমুদউল্লাহ বোলিংয়েও বেশ ভালো করেছেন। দুই ইনিংস মিলে ওয়েস্ট ইন্ডিজের ৩টি উইকেট শিকার করেছেন। বাংলাদেশের পক্ষে সেরা পারফরমার তিনিই। এর সুবাদে মাহমুদউল্লাহর হাতেই উঠেছে ওয়ালটন স্মার্ট প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার।


Comments
Loading...