সড়ক দূর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত
সাভার প্রতিনিধি:
সাভারে ঢাকা-আশুলিয়া সড়কের ঘোষবাগ এলাকায় বাস চাপায় কুদ্দুস মিয়া (২৪) নামে এক পোশাকশ্রমকি নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে নিহত ওই শ্রমিক কারখানায় যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় আনন্দ সুপার নামের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি স্থানীয় সোনিয়া অ্যাপারেলসের শ্রমিক। আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটিকে আটক করা যায়নি। নিহত কুদ্দুস লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মরিহসি গ্রামের আব্দুর রশিদের ছেলে।