Connecting You with the Truth

সড়ক নিরাপত্তা বিষয়ক ব্র্যাকের স্কুল পর্যায়ের কুইজ প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

“নিরাপদ সড়ক আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে নিরাপদে সড়ক পারাপার ও পথ চলায় জনসচেতনতা সৃষ্টি করতে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ইউনিট এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার স্কুলগামী ছাত্র-ছাত্রীদের মধ্যে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে সোমবার নন্দনপুর সড়ক সংলগ্ন মৈন্দ উচ্চ বিদ্যালয়ে এক স্কুল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির মোট ১১০ জন ছাত্র-ছাত্রীকে দুইটি পর্বে ভাগ করে এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হয়। বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছাড়াও শিক্ষার্থীদের সাথে নিরাপদে পথচলা ও রাস্তা পারাপারের বিভিন্ন কলাকৌশল নিয়েও আলোচনা করা হয়। পরে ছাত্র-ছাত্রীদের সামনে সড়ক নিরাপত্তা বিষয়ক একটি প্রামাণ্যচিত্র ও একই বিষয়ের উপর নির্মীত একটি নাটক প্রদর্শন করা হয়। স্কুলের প্রায় ৯৩৫ জন ছাত্র-ছাত্রী এবং ১৭ জন শিক্ষক এই প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীসহ মোট ১০ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রকল্পের সোশ্যাল কমিউনিকেটর জনান, ব্র্যাকের এই কর্মসূচি বাংলাদেশের ১টি জেলার ২১টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।

Comments
Loading...