বিনোদন
হঠাৎ সাফল্যের চরম শিখরে পৌঁছে গেলে আলিয়া
বিনোদন ডেস্ক:
সাফল্যের চরম শিখরে পৌঁছে গেলে হঠাৎ করেই পড়ে যাওয়ার ভয় আমাদের সবাইকে তাড়া করে বেড়ায়। আর একবার চিন্তা করুন আপনি কোন সুপারস্টার লাখ লাখ মানুষ আপনার একঝলকের জন্য তাদের দিনরাত এক করে ফেলচ্ছেন ভাবতে নিশ্চয়ই অদ্ভুত ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু মুদ্রার ওপিঠের ন্যায় ব্যর্থতা কিন্তু অপেক্ষায় রয়েছে আপনার একটি ভুলের জন্য। ব্যর্থতাকে সবচেয়ে বেশি ভয় পান ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ খ্যাত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তিনি মনে করেন, পরিশ্রম আর ভাগ্য সহায় ছিল বলে বলিউডে সাফল্যের মুখ দেখতে পেরেছেন। তার অভিনীত ‘স্টুডেন্ট অব দি ইয়ার’, ‘হাইওয়ে’, ‘টু স্টেটস’ ও ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ শিরোনামের ছবিগুলো বক্স অফিস কাঁপিয়েছে। আগামীতেও তিনি তার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান। ২১ বছর বয়সী এ অভিনেত্রী বাবা চিত্রনাট্যকার-প্রযোজক মহেশ ভাটের পরিচয়ে নয়; নিজ যোগ্যতায় বলিউডে আসন গড়েছেন। এজন্য বেজায় খুশি তিনি। তবুও ব্যর্থতাকে ভয় হয় তার। কারণ জীবনে চলার পথে যে কোনো সময় ব্যর্থতা হানা দিতে পারে। তবে তিনি তার পরিশ্রম ও অভিনয়গুণ দ্বারা সবসময়ই ব্যর্থতাকে পরাস্ত করতে চেষ্টা করবেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে আলিয়া ভাট বলেন, ‘সাফল্যের পরিমাপ আমার জানা নেই। ক্যারিয়ারের শুরুতেই ভালো কিছু ছবিতে কাজ করতে পেরেছি। এসব ছবিতে প্রতিভাবান নির্মাতারা আমার কাছ থেকে সেরাটা আদায় করে নিতে পেরেছেন। তাই আমি ব্যর্থ হতে চাই না। তবে আমি ভয়ে থাকি যদি মানসম্মত ছবি আমার কাছে না আসে। চলচ্চিত্র এমন এক শিল্প যে, আগেভাগে কিছুই অনুমান করা যায় না।’ একের পর এক ছবিতে তুমুল সাফল্যের পর আলিয়ার ক্যারিয়ারে ব্যস্ততা বহুগুণ বেড়ে গেছে। তবে এটি তার ব্যক্তিজীবনকে মোটেও প্রভাবিত করছে না বলে জানিয়েছেন তিনি। এদিকে বলিউডের পাশাপাশি তামিল ছবিতেও এবার বাজিমাত করতে যাচ্ছেন আলিয়া। তিনি ভারতের প্রখ্যাত নির্মাতা মণিরতœমের ছবিতে কাজ করতে যাচ্ছেন। এর সঙ্গীত পরিচালনা করবেন এ আর রহমান। বর্তমানে আলিয়া শহীদ কাপুরের বিপরীতে ‘সান্দার’ এবং রণবীর কাপুরের সঙ্গে শিরোনামহীন একটি ছবির শ্যুটিং করছেন।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস