Connecting You with the Truth

হতাশ কেন কনা?

বিনোদন ডেস্ক:b-8
হতাশ কনা। গত কিছুদিন নতুন কোনো গান গাওয়ার সুযোগ হয়নি তার। এজন্য তিনি দুষলেন হরতাল আর অবরোধের কারণে চলমান অস্থিরতাকে। তার সঙ্গে কথা হচ্ছিলো আজ সোমবার সকালে। জনপ্রিয় এই কণ্ঠশিল্পী এখন যশোরের বেনাপোলে। বেনাপোল কাস্টমসে আয়োজিত কনসার্টে ২৬ জানুয়ারি সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন কনা। তার পাশাপাশি গাইবেন আগুন ও হায়দার হোসেন। কনা বললেন, ‘হরতাল আর অবরোধের কারণে এই কনসার্ট বারবার পিছিয়ে দিচ্ছিলাম। কিন্তু এবার আয়োজকরা আর মানলেন না। আমরা ও যন্ত্রশিল্পীরা সবাই বিমানে চড়ে যশোর এসেছি।’ যশোর থেকে ২৭ জানুয়ারি সকালে ফিরেই আরেকটি কনসার্টে গাইতে গাজীপুরে যাবেন কনা। এই অনুষ্ঠানে যাওয়ার কথাও আগেই দিয়ে রেখেছিলেন তিনি।

Comments
Loading...