হতাশ মোস্তফা কামাল!
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে বাজে আম্পায়ারিংয়ের কারণে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচটি কলঙ্কিত হয়েছিল। খেলা শেষেই প্রকাশ্যে আম্পায়ারদের সমালোচনা করেন আইসিসির সভাপতি মোস্তফা কামাল। আইসিসির সমালোচনা করার কারণে অনেকটাই ক্ষেপে যান আইসিসির চেয়ারম্যান শ্রীনিবাসন। আম্পায়ারদের সম্পর্কে মুস্তফা কামালের বক্তব্য নিয়ে আলোচনার জন্য গত শনিবার আইসিসির জরুরি সভা ডাকা হয়। ওই সভার পরই বদলে যায় বিশ্বকাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ‘চিত্রনাট্য’। সভায় বিসিবির সভাপতি নাজমুল হাসানসহ আরও দুএকজন পরিচালক অনুপস্থিত থাকলেও যারা ছিলেন তারা সবাই আইসিসি সভাপতির বিপক্ষে অবস্থান নেন। আম্পায়ারিং নিয়ে প্রকাশ্যে সমালোচনার ব্যাখ্যা চাওয়া হয় তার কাছে। বক্তব্য প্রত্যাহার করার জন্য দেওয়া হয় চাপ। সেই ক্ষোভ থেকেই হয়ত বিশ্বকাপ ফাইনালের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রাখা হয় নি আইসিসির সভাপতি মোস্তফা কামালকে। নিয়ম অনুযায়ী বিশ্বকাপ ফাইনালের ট্রফি বিজয়ী দলের হাতে তুলে দেন আইসিসির সভাপতি। কাল ঘটলো তার ব্যতিক্রম। যা নিয়ে রীতিমত ক্ষুব্ধ মোস্তফা কামাল। মোস্তফা কামাল অস্ট্রেলিয়ায় বসে জানান ‘আমি খুবই হতাশ আইসিসির এই রকম সিদ্ধান্তে। আমি ঢাকা এসে এর বিরুদ্ধে কথা বলবো এবং সঠিক সিদ্ধান্ত নিবো। যদি দরকার হয় তাহলে যথাযথ পদক্ষেপ নিতে বাধ্য হবো আমি।’ সিঙ্গাপুর হয়ে আর দু-তিন দিনের ভিতরেই বাংলাদেশ চলে আসবেন মোস্তফা কামাল।