Connecting You with the Truth

হতে পারে পিস্টোরিয়াসের ১৫ বছরের জেল

s-8
স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিখ্যাত প্যারালিম্পিয়ান ও ব্লেড রানার হিসেবে পরিচিত অস্কার পিস্টোরিয়াস তার বান্ধবীকে অনিচ্ছাকৃতভাবে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। শুক্রবার বিচারক থোকোজিল মাসিপা বলেন এই এ্যাথলেট তার বন্দুক ব্যবহারের সময় প্রয়োজনীয় সতর্কতা নেন নি। তবে বৃহস্পতিবার তার বিরুদ্ধে আনা খুনের সব ধরনের অভিযোগ খারিজ করে দেয় দেশটির আদালত। বিচারক জানান, স্বর্ণজয়ী এই এ্যাথলেট প্রিটোরিয়ায় তার নিজের বাড়ির টয়লেটে তার বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুন করতে চেয়েছিলেন বলে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যে অভিযোগ দায়ের করেছিলেন তা তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। দীর্ঘদিনের বান্ধবী ও মডেল রিভা স্টিনক্যাম্পকে অনিচ্ছাকৃতভাবে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার কারণে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে পিস্টোরিয়াসকে। এমনকি তার ১৫ বছরের জেলও হতে পারে। এদিকে বৃহস্পতিবার বিখ্যাত প্যারালিম্পিয়ান অস্কার পিস্টোরিয়াসের বিরুদ্ধে আনা খুনের সব ধরনের অভিযোগ খারিজ করে দেয়। তার বান্ধবী রিভা স্টিনক্যাম্প ছিলেন একজন সফল মডেল। এদিন বিচারক যখন মি. পিস্টোরিয়াসের বিরুদ্ধে আনা খুনের মামলা খারিজ করে দিচ্ছিলেন তখন আদালতে বসে কাঁদছিলেন পিস্টোরিয়াস। দু-পায়ের নিুাংশবিহীন অবস্থায় জন্ম নেয়া অস্কার পিস্টোরিয়াস কৃত্রিম পা লাগিয়ে একজন সফল এ্যাথলেট হয়ে ওঠেন। শুধু তাই নয় অসাধারণ পারফরমেন্সের সৌজন্যে পেয়ে যান দুনিয়াজোড়া খ্যাতিও। অলিম্পিকে সাফল্যের জন্য দক্ষিণ আফ্রিকায় পিস্টোরিয়াসকে একজন জাতীয় তারকা এবং জীবন্ত কিংবদন্তী হিসেবেই বিবেচনা করা হয়। কিন্তু ২০১৩ সালে নিজের বাড়িতে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুন করলে নায়ক থেকে ক্রীড়াঙ্গনের খলনায়কে পরিণত হন তিনি। যদিওবা পিস্টোরিয়াস দাবি করেন, অন্ধকারে তিনি রিভাকে চিনতে পারেননি। ঘরে অন্য কেউ ঢুকেছে ভেবেই গুলি চালান। আর গুলি লাগার পরেই মারা যান বান্ধবী রিভা। খুনের অভিযোগ ছাড়াও বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগেও অস্কার পিস্টোরিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের হয়। আর ছ-মাস ধরেই এই মামলার শুনানি চলে, ৪০ জন সাক্ষীর বক্তব্য শোনার পর অবশেষে রায় ঘোষণা করা হয়। দেগু বিশ্ব এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করে প্রথম ‘সক্ষম’ এ্যাথলেটদের সঙ্গে বিশ্ব আসরে লড়াইয়ের ইতিহাস গড়েন অস্কার পিস্টোরিয়াস।

Comments
Loading...