Connecting You with the Truth

হলিউডে ফের নয়া অবতারে প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কাবিনোদন ডেস্ক: হলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার রমরমা অব্যাহত৷ যতদিন যাচ্ছে, ততই জনপ্রিয়তার শিখরে উঠছেন ‘কোয়ান্টিকো কুইন’৷ চলতি বছরই প্রথম ভারতীয় নায়িকা হিসেবে অস্কারের মঞ্চে সঞ্চালনা করে তাক লাগিয়ে দিয়েছিলেন৷ এবার আসন্ন এমি অ্যাওয়ার্ডসেও সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে পিগি চপসকে!
অর্থাৎ ভারতীয় দর্শকদের জন্য ৬৮ তম এমি অ্যাওয়ার্ডস-এর মূল আকর্ষণ হলেন ‘দেশি গার্ল’৷ প্রতি বছর টিভি-র তারকাদের সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে৷ ইতিমধ্যেই সঞ্চালকদের একটি তালিকা ঘোষণা করেছে টেলিভিশন অ্যাকাডেমি৷ প্রিয়াঙ্কা ছাড়াও সেই তালিকায় রয়েছে ইন্দো-মার্কিনি অভিনেতা আজিজ আনসারি৷ এছাড়াও রয়েছেন অ্যান্টনি অ্যান্ডারসন, ক্রিস্টেন বেল, জেমস কর্ডেন, ল্যারি ডেভিড, অ্যান্ডি স্যামবার্গের মতো টিভি-র পর্দার জনপ্রিয় তারকারা৷
জনপ্রিয় টিভি শো ‘মর্ডান ফ্যামিলি’-র জুলি বোওয়েন ও ‘ফ্রেশ অফ’-এর ব়্যান্ডাল পার্ককেও সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে৷ লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফ্ট থিয়েটারে হবে এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি৷ প্রিয়াঙ্কা আপাতত কোয়ান্টিকোর দ্বিতীয় মরশুমের শুটিংয়ে ব্যস্ত৷ অস্কারের মতো এমি অ্যাওয়ার্ডেও যে প্রিয়াঙ্কা নিজের ক্যারিজমায় দর্শকদের মন জয় করে নেবেন, তা আর বলার অপেক্ষা রায়ে না৷

Comments
Loading...