হাঁটুর ইনজুরির কারণে দল থেকে বাদ পড়লেন ইনিয়েস্তা
স্পোর্টস ডেস্ক:
হাঁটুর ইনজুরির কারণে স্পেন জাতীয় দল থেকে বাদ পড়লেন বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। তাই দেশের হয়ে ফ্রান্স ও মেসিডোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেতে পারবেন না তিনি। আর লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষেও থাকবেন না এই অভিজ্ঞ ফুটবলার। আগামী মঙ্গলবার প্যারিসে ফ্রান্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন। আর আগামী মাসে ইউরো ২০১৬ কোয়ালিফাইং ম্যাচ খেলার জন্য মেসিডোনিয়া যাবে দলটি। তবে এর আগেই নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ইনিয়েস্তা। কোচ ভিসেন্তে দেল বস্ক ইনিয়েস্তার পরিবর্তে দলে কোনো ফুটবলারকে ডাকেন নি। ২২ সদস্যের দল নিয়েই দুটি ম্যাচ খেলবে স্পেন। এর আগে ব্রাজিল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের মধ্যদিয়ে জাতীয় দলের হয়ে ১০০ তম ম্যাচ খেলেন ইনিয়েস্তা।