Connecting You with the Truth

হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালের হার

s-7
স্পোর্টস ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনে ফুটবল বিশ্বের একটা চোখ ছিল সিগনাল ইদুনা পার্কের হাইভোল্টেজ ম্যাচে। এ ম্যাচে মাঠে নেমেছিল বরুশিয়া ডর্টমুন্ড এবং আর্সেনাল। ম্যাচে ২-০ গোলের জয় পায় বরুশিয়া। জার্গেন ক্লপসের শিষ্যরা গত চার আসরে তৃতীয়বার হারের লজ্জা দিল ইংলিশ প্রিমিয়ারের দল আর্সেনালকে। ‘ডি’ গ্র“পের এ ম্যাচটিকে বলা যায় ‘শেষ শুরুর তিন মিনিটের পর। ম্যাচের ৪৫ মিনিটে স্বাগতিক বরুশিয়াকে গোল করে এগিয়ে দেন চিরো ইমোবিল। তার গোলেই ওজিল, মারতেসাকার, আর্তেতা, সানচেজ, রামসে, উইলশের আর ওয়েলবেকদের বিপক্ষে বিরতিতে স্বস্তি নিয়ে যায় বরুশিয়া। বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৮ মিনিটে গোল করেন পিয়েরে অবামেয়াং। গ্রসকরেউতের বানানো বলে ফাঁকা পোস্টে জালে বল জড়িয়ে দেন তিনি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের হারিয়ে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক হিসেবে খেলতে নামা বরুশিয়া। ‘ডি’ গ্র“পের অন্য খেলায় ড্র করেছে গ্যালাতাসারে এবং আন্ডারলেখট। ম্যাচের ৫২ মিনিটে প্রায়েতের গোলে এগিয়ে থাকে আন্ডারলেখট। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গ্যালাতাসারের ইলমাজের নাটকীয় গোলে পরাজয় থেকে রক্ষা পায়। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।


Comments
Loading...