Connecting You with the Truth

“হাওরবাসীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে” কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি:
রাষ্ট্রপতি এ্যাডভোকেট মো. আব্দুল হামিদ হাওরের মানুষের সাথে থেকে গর্ভবোধ করে বলেন, এখন থেকে মানুষ বাসে উঠলেই ঢাকা যেতে পারবে। কোথাও বাস থেকে নামতে হবে না। বৃহস্পতিবার কিশোরগঞ্জের ইটনা উপজেলার বেড়িবাঁধ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
নিজ উপজেলার মানুষদের উদ্দেশ্যে বলেন, হাওরবাসীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এখন আর জেলায় যেতে ৫-৬ ঘণ্টা সময় লাগবে না। হাওরের মানুষ জেলাসহ ঢাকার সঙ্গে যোগাযোগ করতে অতি অল্প সময় লাগবে ।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম টেলিফোনে সাংবাদিকদের এ কথা জানান। রাষ্ট্রপতি ইটনার উপজেলার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন এবং এ সময় স্থানীয় বিভিন্ন সমস্যা রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় রাষ্ট্রপতি পুত্র (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেওয়াজ আহমেদ তৌফিক, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।

Comments
Loading...