দিনাজপুর
হাকিমপুর রিপোটার্স ক্লাবের শুভ উদ্বোধন ও কমিটি গঠন
লুৎফর রহমান, ভ্রাম্যমান (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর রিপোটার্স ক্লাব আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন ও কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সন্ধা ৬ টায় দিনাজপুর ৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিকের অনউপস্থিত্বে তার প্রতিনিধি হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়মী কৃষক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কার্যকারী সদস্য মো. কামাল হোসেন রাজ ফিতা কেটে ক্লাবের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জর্জ কোর্টের আইন জিবী সুলতানা রাজিয়া,উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোরশেদ আলম,ইনজিও প্রতিনিধি ডাঙ্গাপাড়া আশা ব্রান্স ম্যানাজার মো. মোছাদ্দেক হোসেন, পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো. ছাইদুর রহমান হেবল, মোহনা টেলিভিশনের প্রতিনিধি আকতার হোসেন বকুল সহ অত্র এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত হাকিমপুর রিপোটার্স ক্লাবের সভাপতি মো. মাহাবুব হোসেনের সভাপতিত্বে হাকিমপুর রিপোটার্স ক্লাবের বাংলাহিলি সিপি রোডস্থ অস্থায়ীয়ে কার্যালয়ে প্রধান অতিথী মো. কামাল হোসেন রাজ কার্য নির্বাহী পরিষদের ২১ সদস্য বিশিষ্ঠ তালিকা প্রকাশ করেন। সভাপতি মো. মাহাবুব হোসেন (দৈনিক ভোরের ডাক), সিনিয়র সহ-সভাপতি মো. আল-আমিন(দৈনিক সোনলী খবর), সহ-সভাপতি মো. আফতাবুজ্জমান (তাজ) (দৈনিক কালের খবর), সাধারন সম্পাদক মো. আব্দুল আজিজ (দৈনিক নবচেতনা), যুগ্ম সাধারন সম্পাদক মো. তারিকুল ইসলাম (হিলি বার্তা), সহ সাধারন সম্পাদক মো. লুৎফর রহমান (দৈনিক বজ্রশক্তি), সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহম্মেদ (দৈনিক উত্তরবঙ্গ (স্টাফ রিপোটার) ও বি নিউজ ২৪ ডট কম), সহ সাংগঠনিক সম্পাদক বিদ্যৎ বসাক (দৈনিক জন সংবাদ), কোষাধক্ষ্য মো. ফখরুকজামান চৌধুরী কৌশিক (দৈনিক এশিয়া বাণী), দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ বাবু ( দৈনিক জনমত), প্রচার সম্পাদক মো. পারভেজ মাহমুদ সুজন (দৈনিক উত্তরবঙ্গ), তথ্য ও গবেষনা সম্পাদক মো. হুজ্জাতুল ইসলাম শুভ (দৈনিক পুনরুন্থান), কার্যকারী সদস্য সুমন মন্ডল (দৈনিক আমার সময়), কার্যকারী সদস্য মো. সাজ্জাদ মল্লিক (দৈনিক বর্তমান), কার্যকারী সদস্য মো. মনিরুজ্জামন লাবু (খোজ খবর), কার্যকারী সদস্য আসাদুজ্জমান সাজু (দৈনিক গনমুখ), সাধারন সদস্য মোছা. চামেলী খাতুন (দৈনিক মহাস্থান), সাধারন সদস্য আশরাফুল ইসলাম (ঢাকার ডাক), সাধারন সদস্য মো. আব্দুর রহমান বাবু (দৈনিক সূর্ষদয়), সাধারন সদস্য মো. সেলিম রেজা (দৈনিক নিরেপক্ষ), সাধারন সদস্য মো. হামিদুর রহমান (বিশ্ববার্ত)। উক্ত অনুষ্ঠানে হাকিমপুর উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Highlights
দিনাজপুরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি, সিআইডির ৩ সদস্য আটক
Highlights
দিনাজপুরে বজ্রপাতের ঘটনায় মোট ৭ জনের মৃত্যু
Highlights
নবাবগঞ্জে করোনা রোগীদের বাড়িতে পুষ্টিকর খাবার দিলেন ইউএনও নাজমুন নাহার
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস