Connect with us

দিনাজপুর

হাকিমপুর রিপোটার্স ক্লাবের শুভ উদ্বোধন ও কমিটি গঠন

Avatar photo

Published

on

hakimp

লুৎফর রহমান, ভ্রাম্যমান (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর রিপোটার্স ক্লাব আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন ও কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সন্ধা ৬ টায় দিনাজপুর ৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিকের অনউপস্থিত্বে তার প্রতিনিধি হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়মী কৃষক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কার্যকারী সদস্য মো. কামাল হোসেন রাজ ফিতা কেটে ক্লাবের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জর্জ কোর্টের আইন জিবী সুলতানা রাজিয়া,উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোরশেদ আলম,ইনজিও প্রতিনিধি ডাঙ্গাপাড়া আশা ব্রান্স ম্যানাজার মো. মোছাদ্দেক হোসেন, পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো. ছাইদুর রহমান হেবল, মোহনা টেলিভিশনের প্রতিনিধি আকতার হোসেন বকুল সহ অত্র এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত হাকিমপুর রিপোটার্স ক্লাবের সভাপতি মো. মাহাবুব হোসেনের সভাপতিত্বে হাকিমপুর রিপোটার্স ক্লাবের বাংলাহিলি সিপি রোডস্থ অস্থায়ীয়ে কার্যালয়ে প্রধান অতিথী মো. কামাল হোসেন রাজ কার্য নির্বাহী পরিষদের ২১ সদস্য বিশিষ্ঠ তালিকা প্রকাশ করেন। সভাপতি মো. মাহাবুব হোসেন (দৈনিক ভোরের ডাক), সিনিয়র সহ-সভাপতি মো. আল-আমিন(দৈনিক সোনলী খবর), সহ-সভাপতি মো. আফতাবুজ্জমান (তাজ) (দৈনিক কালের খবর), সাধারন সম্পাদক মো. আব্দুল আজিজ (দৈনিক নবচেতনা), যুগ্ম সাধারন সম্পাদক মো. তারিকুল ইসলাম (হিলি বার্তা), সহ সাধারন সম্পাদক মো. লুৎফর রহমান (দৈনিক বজ্রশক্তি), সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহম্মেদ (দৈনিক উত্তরবঙ্গ (স্টাফ রিপোটার) ও বি নিউজ ২৪ ডট কম), সহ সাংগঠনিক সম্পাদক বিদ্যৎ বসাক (দৈনিক জন সংবাদ), কোষাধক্ষ্য মো. ফখরুকজামান চৌধুরী কৌশিক (দৈনিক এশিয়া বাণী), দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ বাবু ( দৈনিক জনমত), প্রচার সম্পাদক মো. পারভেজ মাহমুদ সুজন (দৈনিক উত্তরবঙ্গ), তথ্য ও গবেষনা সম্পাদক মো. হুজ্জাতুল ইসলাম শুভ (দৈনিক পুনরুন্থান), কার্যকারী সদস্য সুমন মন্ডল (দৈনিক আমার সময়), কার্যকারী সদস্য মো. সাজ্জাদ মল্লিক (দৈনিক বর্তমান), কার্যকারী সদস্য মো. মনিরুজ্জামন লাবু (খোজ খবর), কার্যকারী সদস্য আসাদুজ্জমান সাজু (দৈনিক গনমুখ), সাধারন সদস্য মোছা. চামেলী খাতুন (দৈনিক মহাস্থান), সাধারন সদস্য আশরাফুল ইসলাম (ঢাকার ডাক), সাধারন সদস্য মো. আব্দুর রহমান বাবু (দৈনিক সূর্ষদয়), সাধারন সদস্য মো. সেলিম রেজা (দৈনিক নিরেপক্ষ), সাধারন সদস্য মো. হামিদুর রহমান (বিশ্ববার্ত)। উক্ত অনুষ্ঠানে হাকিমপুর উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Highlights

দিনাজপুরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি, সিআইডির ৩ সদস্য আটক

Avatar photo

Published

on

নিউজ ডেস্ক:
রংপুর থেকে দিনাজপুরের চিড়িরবন্দর উপজেলায় গিয়ে এক বাড়ী থেকে দুজনকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের সাথে জড়িত থাকার অভিযোগে সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) তিনজন সদস্যকে আটক করে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। এর হচ্ছেন সিআইডির একজন সহকারী পুলিশ সুপার, একজন সাব ইন্সপেক্টর ও একজন কনস্টেবল। তাদের বহনকারী গাড়ির চালককেও তাদের সাথে আটক করা হয়েছে।

রংপুরে সিআইডির এসপি আতাউর রহমান বলেন, ওই তিনজন তার কোন অনুমতি ছাড়াই দিনাজপুরে গিয়ে ওই ঘটনা ঘটিয়েছেন বলে তিনি জেনেছেন। “তারা আমার কোন পারমিশন নেয়নি। নিজেরাই সেখানে গেছে বেসরকারি গাড়ি নিয়ে। এখন দিনাজপুর জেলা পুলিশের নিয়ন্ত্রণে আছে। তারা যে সিদ্ধান্ত নিবে সে অনুযায়ীই ব্যবস্থা নেয়া হবে”।

ওদিকে ঢাকায় সিআইডির মুখপাত্র মোঃ আজাদ রহমান বলেন, ঘটনাটি তারা শুনেছেন এবং বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছেন। আমরা শুনেছি। বিষয়টি নিয়ে তদন্ত করে বিভাগীয় যা ব্যবস্থা নেয়ার সেটি করা হবে।

দিনাজপুর ও রংপুরের পুলিশ প্রশাসন সূত্রগুলো জানিয়েছে, চিরিরবন্দর উপজেলা সদরের সোলেমান শাহপাড়ায় সোমবার রাতে নাটকীয় কায়দায় বাড়ী থেকেই মা ও ছেলেকে অপহরণ করে নেয় একদল ব্যক্তি। রাত সাড়ে নয়টার আট/নয় জন একটি মাইক্রোবোস নিয়ে সেখানে যায়। তাদের সাথে ২/৩টি মোটরসাইকেলও ছিলো।

কালো রংয়ের ওই মাইক্রোবাস থেকে নেমে তারা ঘরে ঢুকে মধ্যবয়সী এক নারী ও ছেলেকে তুলে নেয়। বাড়িতে থাকা একটি মোটরসাইকেলও তারা নিয়ে যায়। পরে ওই নারীর স্বামী ও এক আত্মীয়কে ফোন করে তাদের মুক্তির জন্য পনের লাখ টাকা দাবি করা হয়।

এ নিয়ে মঙ্গলবার দিনভর অপহরণকারীদের সাথে তাদের আলোচনা চলে এবং এর মধ্যে ঘটনা সম্পর্কে স্থানীয় পুলিশও অবহিত হয়। পরে আট লাখ টাকা মুক্তিপণ রফা হলে অপহরণকারীদের টাকা নিতে হাজী দানেশ বিশ্ববিদ্যালয় এলাকায় আসতে বলা হয় কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে তাদের ধাওয়া করে দিনাজপুর সদরের দশমাইল নামক স্থান থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ। চিরিরবন্দর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সুব্রত কুমার সরকার ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন।

Continue Reading

Highlights

দিনাজপুরে বজ্রপাতের ঘটনায় মোট ৭ জনের মৃত্যু

Avatar photo

Published

on

দিনাজপুরে সদর ও চিরিরবন্দর উপজেলায় বজ্রপাতে শিশু-কিশোরসহ সাতজনের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে তিন শিশু। মৃতদের মধ্যে তিনজন চিরিরবন্দরের এবং চারজন সদরের। সোমবার (২৩ আগস্ট) বিকেলে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

চিরিরবন্দরে মৃতরা হলেন- উপজেলার সুকদেবপুর গুড়িয়াপাড়ার সাইফুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (২৮), আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২৫) ও মোকছেদ আলীর ছেলে নুর ইসলাম (২৬)।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, বিকেল সাড়ে ৩টায় ওই গ্রামের একটি পুকুরে তিনজন মাছ ধরছিলেন। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সময় শহরের নিউটাউন এলাকায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়। এরা হলো- আপন (১৬), মিম (১০), হাসান (১২) ও সাজ্জাদ (১৩)। আহতরা হলো- মমিনুল (১৬), আতিক (১৬) ও সাজু (১৫)।

আহতদের মধ্যে মমিনুল ও আতিক দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে। হতাহতরা সবাই ৮ নম্বর নিউটাউন ও রেলঘুন্টি এলাকার বাসিন্দা।

কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, দুপুর থেকে দিনাজপুর শহরে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে কয়েকজন শিশু ও কিশোর ৮ নম্বর নিউটাউনের মাঠে ফুটবল খেলছিল। বৃষ্টি বেড়ে গেলে মাঠের পাশে একটি ছাউনির নিচে আশ্রয় নেয় তারা। এসময় সেই ছাউনির উপর বজ্রপাত হলে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। আহত হয় তিনজন।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, বজ্রপাতে মৃতদের মরদেহ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এছাড়াও আহত তিনজনকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে দুইজনকে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

Continue Reading

Highlights

নবাবগঞ্জে করোনা রোগীদের বাড়িতে পুষ্টিকর খাবার দিলেন ইউএনও নাজমুন নাহার

Avatar photo

Published

on


হাসিম উদ্দিন নবাবগঞ্জ দিনাজপুর:
দিনাজপুরের নবাবগঞ্জে করোনা ভাইরাস(কোভিট-১৯) আক্রান্ত পরিবার গুলোর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানে খাদ্য সমাগ্রী উপহার প্রদান করা হয়েছে ।
উপজেলায় গত ১৪ই এপ্রিল কুশদহ ইউনিয়নের কচুয়া গ্রামের এক জন ,গোলাপগঞ্জ ইউনিয়নের শাল দিঘিগুচ্ছ গ্রামের একজন ও শালখুরিরার একজন মোট তিন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয় । এর পরেই ঐ তিন পরিবারসহ পাশের আরো ১৩০টি পরিবারকে লকডাউন ঘোষনা করেন উপজেলা প্রশাসন। লকডাউন পরিবার গুলোকে সরকারি সহয়তা ও খাদ্য সমাগ্রী প্রদান করেছেন উপজেলা প্রশাসন। আজ বুধবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যাগে করোনা শনাক্ত পরিবার তিনটির বাড়ীতে পুষ্টিকর খাদ্য উপহার সমাগ্রী পাঠিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার। উপহার সামগ্রীর মধ্যে ছিল কলা, আপেল, কমলা, গুঁড়া দুধ, সুজি, ডিম, সাবান , খেজুরসহ বিভিন্ন ধরনের শাক ।

Continue Reading