হাজারীবাগে বস্তিতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ২০টি ঘর
রাজধানীর হাজারীবাগের বেড়িবাধ সংলগ্ন বালুর মাঠ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টি ঘর পুড়ে গেছে। বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আগুনের ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা হয়নি। অগ্নিকাণ্ডের কারণও এখনো জানা যায়নি।