Connecting You with the Truth

হাজী দানেশে শিক্ষকদের অবস্থান ধর্মঘট

হাবিপ্রবিহাবিপ্রবি সংবাদদাতা :  প্রস্তাবিত বেতন কাঠামো পুনঃনির্ধারণ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে ৩ ঘণ্টা কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রোববার সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচি হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন।

সেখানে আরও বক্তব্য রাখেন, হাবিপ্রবির শিক্ষক সমিতির আহ্বায়ক প্রফেসর মো. মিজানুর রহমান, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আনিস খান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বলরাম রায়, হাবিপ্রবি শিক্ষক সমিতির সদস্য সচিব প্রফেসর ড. এটিএম শফিকুল ইসলাম ও প্রফেসর ডা. মো. ফজলুল হক প্রমুখ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...