Connecting You with the Truth

হাতটা ধরতে পারি ভালোবাসার রূপ

b-3
বিনোদন ডেস্ক:
ছোটবেলা থেকে পোলিও রোগে আক্রান্ত হওয়ার কারণে মেয়েটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তাই অনেক ডিগ্রি অর্জন করেও জীবিকার তাগিদে বাধ্য হয়ে একটি অফিসে কম্পিউটার কম্পোজার হিসেবে যোগ দেয় মেয়েটি। অফিসের স্বত্ত্বাধিকারীর ছেলে বিদেশ থেকে ফিরে মেয়েটির এতো ডিগ্রি থাকার কথা জেনে তাকে সহকারী হিসাবরক্ষক হিসেবে পদোন্নতি দেয়। মেয়েটির প্রতি তার ভালোলাগা ক্রমে ভালোবাসায় রূপ নিতে থাকে। ছেলেটির শ্বাসকষ্টজনিত রোগ থাকলেও চিকিৎসার ব্যয়ভার চালাতে পারছে বলে এ কথা কেউ জানে না। তবুও মেয়েটি বিয়েতে কোনোভাবেই রাজি নয়। শেষতক ঘটে অন্য এক ঘটনা। এটি ‘হাতটা ধরতে পারি’ টেলিছবির গল্প। সাগর জাহানের রচনা ও আবীর খানের পরিচালনায় এতে পোলিও রোগী মেয়ের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন ও শ্বাসকষ্ট রোগীর ভূমিকায় অভিনয় করেছেন জিতু আহসান। এ ছাড়া আরও আছেন আবুল হায়াত, কাফি বীর, তাসমিনা কৈরি, সানজিদ খান প্রিন্স প্রমুখ।

Comments
Loading...