Connecting You with the Truth

হাতীবান্ধায় দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ ও চরাঞ্চলের জনগনের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি

বববজাহাঙ্গীর আলম রিকো, লালমনিরহাট: ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়। ঘোষিত তফশিল অনুযায়ী ছয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বছরের ২২ মার্চ ভোট উৎসব শুরু হয়ে ৪ জুন ৬ষ্ঠ দফায় শেষ হবে। পৌরসভার পর এবারেই প্রথম দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফশীল ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। ফলে তফশীল ঘোষনার পর থেকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়ন প্রত্যাশায় দৌড়ঝাঁপ শুরু করেছে। পুরো উপজেলার সম্ভাব্য প্রাথীদের নির্বাচনে অংশগ্রহনের আনাগোনা শোনা যাচ্ছে। ইতোমধ্যে দলীয় প্রতীক ও সমর্থন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পাটি ও অন্যান্য দলের মনোনয়ন প্রত্যাশীরা। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রার্থী মাঠে ময়দানে ভোটারদের মনজয় করার জন্য উঠে পরে লেগেছে। কেউ দলীয় পরিচয় দিয়ে, কেউ বিগত আমলে নির্বাচনী প্রতিশ্র“তি বাস্তবায়ন, আবার কেউ ভবিষ্যত প্রতিশ্রুতির বাণী দিয়ে সাধারণ ভোটারদের মন গলানোর চেষ্টা করছেন। এরই মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেতে একাধিক প্রার্থী দৌড়ঝাঁপ শুরু করছেন। বিএনপি ও স্বতন্ত্র একাধিক প্রার্থী হিসেবে একাধিক নাম শোনা যায় বলে জানা গেছে। এসব প্রার্থী নির্বাচনে লড়তে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ অবস্থায় পুরো উপজেলা জুড়ে নির্বাচনের আগাম উত্তাপ ছড়িয়ে পড়েছে। ভোটাররাও উপভোগ করছেন সম্ভাব্য প্রার্থীদের পদচারণা। পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান সফিয়ার রহমান বিএনপি, সাবেক চেয়ারম্যান শফিউল আলম রোকন আওয়ামীলীগ, মজিবুল হক শাহাদাত আওয়ামীলীগ, সাবেক চেয়ারম্যান ওসমান গনি বাদশা আওয়ামীলীগ। পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মজিবুল হক শাহাদাত বলেন, দলীয় সিদ্ধান্তের বাহিরে আমি নই। উলে­খ্য, পাটিকাপাড়া ইউনিয়নটি উপজেলা থেকে ৬ কিঃ দক্ষিনে অবস্থিত। পাটিকাপাড়া ইউনিয়নটি ৯টি ওয়ার্ড, তার মধ্যে ৩টি ওয়ার্ড চরাঞ্চলে। এখানে মোট ভোটার সংখ্যা ৭, ৫০০জন তার ২,১০০ ভোটার বাস করে চরাঞ্চলে। শিক্ষা প্রসারে এখানে রয়েছে একটি মাধ্যমিক স্কুল এন্ড কলেজ, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য ফুলকলি আবাসিক ছাত্রী-নিবাস রয়েছে।। এছাড়াও একটি হাট-বাজার রয়েছে। এখানকার প্রধান উপজীব্য ভুট্টা ও মৎস্য চাষ।

Comments
Loading...