দেশজুড়ে
হাতীবান্ধায় দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ
জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা,লালমনিরহাট: গত ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়। ঘোষিত তফশীল অনুযায়ী ছয ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বছরের ২২ মার্চ ভোট উৎসব শুরু হয়ে ৪ জুন ৬ষ্ঠ দফায় শেষ হবে। পৌরসভার পর এবারেই প্রথম দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফশীল ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। ফলে তফশীল ঘোষনার পর থেকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়ন প্রত্যাশায় দৌড়ঝাঁপ শুরু করেছে। ফাল্গুনের শুরুতে আবহাওযার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিন-রাত প্রচারনায় নেমে পড়েছেন প্রার্থীরা । পুরো উপজেলার সম্ভাব্য প্রাথীদের পোষ্টার, ব্যানার ও আনাগোনা শোনা যাচ্ছে। এলাকায় কোন ধরনের সংঘর্ষ, ঝগড়া-বিবাদ হলে সেখানে ছুটে যাচ্ছেন প্রার্থীরা । ভোটাররাও বর্তমান চেয়ারম্যান এবং সম্ভাব্য প্রার্থীদের কর্মকান্ড নিয়ে হিসাব নিকাশ শুরু করেছেন । ইতোমধ্যে দলীয় প্রতীক ও সমর্থন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামীলীগ, বিএনপি,জাতীয়পাটি ও জামায়াত থেকে মনোনয়ন প্রত্যাশীরা। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রার্থী মাঠে ময়দানে ভোটারদের মনজয় করার জন্য উঠে পরে লেগেছে। কেউ দলীয় পরিচয় দিয়ে, কেউ বিগত আমলে নির্বাচনী প্রতিশ্র“তি বাস্তবায়ন, আবার কেউ ভবিষ্যত প্রতিশ্র“তির বাণী দিয়ে সাধারণ ভোটারদের মন গলানোর চেষ্টা করছেন। এরই মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে মনোনয়ন পেতে একাধিক প্রার্থী দৌড়ঝাঁপ শুরু করছেন। বিএনপি ও স্বতন্ত্র একাধিক প্রার্থী হিসেবে একাধিক নাম শোনা যায় বলে জানা গেছে। এসব প্রার্থী নির্বাচনে লড়তে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ অবস্থায় পুরো উপজেলা জুড়ে নির্বাচনের আগাম উত্তাপ ছড়িয়ে পড়েছে। ভোটাররাও উপভোগ করছেন সম্ভাব্য প্রার্থীদের পদচারণা। ১২টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে ভেলাগুড়ী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন বর্তর্মান চেয়ারম্যান আব্দুস ছাত্তার বিএনপি, মহির উদ্দিন আওয়ামীলীগ, শফিকুল ইসলাম মন্ডল আওয়ামীলীগ, আব্দুল ওহাব আওয়ামীলীগ, মহিউল আহম্মেদ মহি জাতীয়পার্টি।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস