Connecting You with the Truth

হামাসের কোন দাবিই মেনে নেয়া হয়নি- নেতানিয়াহু

article-2296545-18D0B2BF000005DC-596_634x417ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন গাজায় সদ্য সমাপ্ত সাত সপ্তাহব্যাপী সংঘর্ষে তার দেশের বিজয় হয়েছে। 

নেতানিয়াহু বলেন সংঘর্ষে ফিলিস্তিনের ইসলাম পন্থী সংগঠন হামাসকে প্রচন্ড রকম আঘাত দেয়া হয়েছে এবং তাদের কোন দাবিই মেনে নেয়া হয়নি। 

অন্যদিকে হামাসও এ যুদ্ধে তাদের জয় হয়েছে বলে দাবি করেছে এবং সংগঠনটি এ উপলক্ষ্যে গাজার রাস্তায় আনন্দ র‌্যালীও করেছে।

উল্লেখ্য, ৫০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর গত মঙ্গলবার ইসরায়েল ও হামাস দীর্ঘমেয়াদী যুদ্ধ বিরতীতে সম্মত হয়েছে। 

ভয়াবহ  এ সংঘাতে ২২০০ এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই ফিলিস্তিনি। 

Comments
Loading...