হারের পরেও রেকর্ড গড়া সম্ভব রিয়ালের
স্পোর্টস ডেস্ক:
গত মঙ্গলবার দুবাইয়ে প্রীতি ম্যাচে ইতালিয়ান ক্লাব এসি মিলানের কাছে ৪-২ গোলের ব্যবধানে হারে স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে সে ম্যাচ হারলেও ব্রাজিলিয়ান ক্লাব কোরিতিবার গড়া টানা ২৪ ম্যাচ জয়ের রেকর্ড এখনও লস ব্লাঙ্কসদের পক্ষে গড়া সম্ভব। কার্লো আনচেলত্তির শিষ্যরা শেষ ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর হেরেছিল। সেবার লা লিগার ম্যাচে তারা অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে পরাজিত হয়। এদিকে দুবাইয়ের আয়োজনে শীতকালিন ছুটির ম্যাচে দলের সেরা তারকা ক্রিস্টয়ানো রোনালদো ও করিম বেনজেমার গোল সত্বেও বড় ব্যবধানে হারতে হয় রিয়ালকে। আর এই হারের ফলে কোরতিবার গড়া রেকর্ড ভাঙার স্বপ্ন শেষ হয়ে যায় গ্যালাকটিকোদের। তবে অন্যভাবে দেখলে রিয়ালের রেকর্ড গড়া এখনও সম্ভব। কারণ কোরতিবা রেকর্ড গড়েছিল প্রতিযোগিতামূলক ম্যাচে। আর রিয়াল হেরেছে প্রীতি ম্যাচে। আর এ ব্যাপারটি খোদ কোরতিবাই তাদের অফিসিয়াল টুইটারে জানিয়েছে। কোরতিবা এর আগে ২০১১ সালের ফেব্র“য়ারি থেকে মে মাসের মধ্যে টানা ২৪ ম্যাচ জিতে গিনেস ওয়ার্ল্ড বুকে নিজেদের নাম লিখিয়েছিল। আগামিকাল রোববার শীতকালিন ছুটি শেষে আবারো মাঠে নামছে রিয়াল। লা লিগার ম্যাচটিতে তারা লড়বে ভ্যালেন্সিয়ার বিপক্ষে।