হার দিয়ে যাত্রা শুরু যুব হকি দল
স্পোর্টস ডেস্ক:
ইয়ুথ অলিম্পিক গেমসে স্পেন ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় ম্যাচেও বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ যুব হকি দল। মঙ্গলবার তারা ৪-১ গোলে হেরেছে কানাডার কাছে। এ আসরে স্পেনের কাছে ৯-১ গোলে হার দিয়ে যাত্রা শুরু হয়েছিল লাল-সবুজ শিবিরের। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ৫-২ গোলে। তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে হারের ব্যবধানটা একটু কম ছিল। চীনের নানজিংয়ে স্পোর্টস পার্ক হকি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৬ মিনিটেব্রান্দন পেরেরার গোলে এগিয়ে যায় কানাডা। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অমৃত শিধু। ৩৪ মিনিটে কাডানার পক্ষে তৃতীয় গোলটি করেন বলরাজ পানেসার। ৩৫ মিনিটে ব্রান্দন মুলদন গোল করলে ৪-১ গোলে এগিয়ে যায় কানাডা। ৩৬ মিনিটে বাংলাদেশের পক্ষে একটি গোল পরিশোধ করেছেন মোহাম্মদ নাঈম উদ্দিন। বুধবার গ্র“পের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে দেশের যুবারা।