Connecting You with the Truth

হালদার ভাঙ্গনে হাটহাজারী প্লাবিত

হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম:
গত চার দিনের ভারী বর্ষণে হাটহাজারী হালদার তীরবর্তী এলাকার নদী ভাঙ্গনে কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। তীব্র ঝড়ে নাজিরহাট, বানসারিকুল, কাজী পাড়া, সেকান্দর পাড়া, চিপাতলি, গুমানমদ্দন, উত্তর মার্দাশা, দক্ষিন মার্দাশা, হালদা নদীর ভাঙ্গনে এসব এলাকার ঘর বাড়ী বসতভিটা ফসলের ব্যাপক ক্ষতি হয় বলে জানা যায়। ভারী বর্ষণে পাহাড়ী উজান হতে নেমে আসা পানি হালদার নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সরে জমিনে গিয়ে দেখা যায় ফরহাদাবাদ ইউনিয়নের বানসারিকুল এলাকার হালদার ভাঙ্গনের ফলে নদীর পানি এলাকার বসতভিটা প্লাবিত করে। ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগিতায় অস্থায়ী বাধ নির্মাণ করে পানি প্রবাহ বন্ধ করা হয় বলে জানা যায়। এব্যাপারে ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান শাহাদাত ওসমানের কাছে ফোনে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি। এদিকে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। ধলই ইউনিয়নের পূর্ব ধলই কাজী পাড়াস্থ হালদার ভাঙ্গন ভয়াবহ রূপ ধারণ করেছে, যে কোন মুহূর্তে ভেঙে যেতে পারে বলে আশংকা করছে এলাকাবাসী। গত বর্ষা মৌসুমে উক্ত ভাঙ্গনে ফসল ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। এলাকার লোকজনের সহযোগিতায় াঁধ নির্মাণ করলে গত চার দিনের ভারি বর্ষণে হালদার পানির স্রোতে বাঁধটি ফের ভেঙ্গে যায়। তাই এলাকাবাসী উক্ত বাঁধ নির্মাণে সরকারি সহযোগিতা দাবি করছেন। হাটহাজারী ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা মো. শামসুজামান উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেন, তবে উপজেলার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Comments
Loading...