দেশজুড়ে
হালদার ভাঙ্গনে হাটহাজারী প্লাবিত
হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম:
গত চার দিনের ভারী বর্ষণে হাটহাজারী হালদার তীরবর্তী এলাকার নদী ভাঙ্গনে কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। তীব্র ঝড়ে নাজিরহাট, বানসারিকুল, কাজী পাড়া, সেকান্দর পাড়া, চিপাতলি, গুমানমদ্দন, উত্তর মার্দাশা, দক্ষিন মার্দাশা, হালদা নদীর ভাঙ্গনে এসব এলাকার ঘর বাড়ী বসতভিটা ফসলের ব্যাপক ক্ষতি হয় বলে জানা যায়। ভারী বর্ষণে পাহাড়ী উজান হতে নেমে আসা পানি হালদার নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সরে জমিনে গিয়ে দেখা যায় ফরহাদাবাদ ইউনিয়নের বানসারিকুল এলাকার হালদার ভাঙ্গনের ফলে নদীর পানি এলাকার বসতভিটা প্লাবিত করে। ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগিতায় অস্থায়ী বাধ নির্মাণ করে পানি প্রবাহ বন্ধ করা হয় বলে জানা যায়। এব্যাপারে ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান শাহাদাত ওসমানের কাছে ফোনে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি। এদিকে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। ধলই ইউনিয়নের পূর্ব ধলই কাজী পাড়াস্থ হালদার ভাঙ্গন ভয়াবহ রূপ ধারণ করেছে, যে কোন মুহূর্তে ভেঙে যেতে পারে বলে আশংকা করছে এলাকাবাসী। গত বর্ষা মৌসুমে উক্ত ভাঙ্গনে ফসল ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। এলাকার লোকজনের সহযোগিতায় াঁধ নির্মাণ করলে গত চার দিনের ভারি বর্ষণে হালদার পানির স্রোতে বাঁধটি ফের ভেঙ্গে যায়। তাই এলাকাবাসী উক্ত বাঁধ নির্মাণে সরকারি সহযোগিতা দাবি করছেন। হাটহাজারী ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা মো. শামসুজামান উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেন, তবে উপজেলার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
দেশজুড়ে
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
Highlights
পাটগ্রামে আবারো বিএসএফের গুলিতে বাংলাদেশী তরুণ নিহত
Highlights
অধিকার আদায়ে শেরপুর প্রেসক্লাবে তালা দিয়ে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি পালন
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস