Connecting You with the Truth

হালুয়াঘাটে অর্পিত সম্পত্তি বিষয়ক কর্মশালা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, হালুয়াঘাট:
রবিবার হালুয়াঘাট উপজেলা হলরুমে তথ্য অধিকার আইন ও অর্পিত সম্পত্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস ময়মনসিংহ অঞ্চল হালুয়াঘাট উপজেলার আয়োজনে সিবিএএনসি’র সভাপতি রাখি দারিং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল জনগণের তথ্য অধিকার আইনের আওতায় তথ্য সংগ্রহ বা জানার অধিকার রয়েছে, শুধুমাত্র রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক তথ্য প্রকাশ ছাড়া অন্য যে কোন তথ্য বিধি মোতাবেক দেওয়ার বিধান রয়েছে। এছাড়া অর্পিত সম্পত্তি বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দা নাছরিনা পারভীন, মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, ট্রাবেল চেয়ারম্যান বিজয় ম্রং, কারিতাসের ময়মনসিংহ অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার এ্যাড. দীনেশ দারু, সুমন কুমার মালাকার, প্রাবন্ধিক জরনেশ চিরান, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন ও সাংবাদিক এমদাদুল হকসহ সরকারি কর্মচারী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Comments
Loading...