Connecting You with the Truth

হালুয়াঘাট পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন

Pour ভ্রাম্যমাণ প্রতিনিধি:
গতকাল বুধবার নব ঘোষিত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী এ্যাড. প্রমোদ মানকিন এমপি। দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, হালুয়াঘাট পৌরসভা ঘোষণা হওয়ায় নতুন আঙ্গিকে হালুয়াঘাটের উন্নয়ন শুরু হবে। এছাড়া তিনি দীর্ঘদিন অসুস্থতাজনিত কারণে হালুয়াঘাটের বাইরে চিকিৎসাধীন থাকায় সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এ জন্য দু:খ প্রকাশ করেন। তিনি সকলের দোয়া কামনা করেন। এ সময় বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা শোভাযাত্রা ও আনন্দর‌্যালি সহকারে উপজেলা চত্বরে এসে জড়ো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আওয়াল এবং প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও সুধীবৃন্দ।

Comments
Loading...