দেশজুড়ে
হাসপাতালের ধারে ফেলে রাখা নবজাতকের লাশ খাচ্ছে কুকুর
রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর হাসপাতালে দাফন না করে ময়লার স্তুপের পাশে খোলা মাঠে ফেলে দেওয়া এক নবজাতকের মরদেহ কুকুরে ছিঁড়ে খাচ্ছে তার লাশ। শুক্রবার বিকেলে এমন দৃশ্য দেখা গেছে হাসপাতাল আঙ্গিনার পশ্চিম পার্শ্বে আবর্জনার স্তুপে। এসময় তার ডান হাত ও নাড়ি ভুড়ি খেতেও দেখা যায়। হাসপাতালের আঙ্গিনার এমন করুন দৃশ্য দেখতে পেয়ে ভিড় জমায় শত শত জনতা।
হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে জনৈক লায়লা বেগমের প্রশব ব্যাথা উঠলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। সকালে তার একটি মৃত সন্তান জন্ম নেয়। সন্তানটির বাবা ফজল করিম একটি কার্টুন এনে মৃত নবজাতকটিকে নিতে চাইলে হাসপাতালের কর্তব্যরত সেবিকা রেহানা আক্তার ও আয়া আলেয়া বেগম বাচ্চাটিকে কৌশলে না দিয়ে দাফন করার জন্য ওই দম্পতির কাছ থেকে টাকা আদায় করেন। পরে ওই দম্পতি হাসপাতাল ত্যাগ করলে কর্তব্যরত আয়া আলেয়া বেগম নবজাতকের মরদেহ দাফন না করে হাসপাতালের পশ্চিম পার্শ্বের ময়লার স্তুপের পাশে খোলা মাঠে ফেলে দেন। এরিমধ্যে নবজাতকের লাশ কুকুরে ছিড়ে খেতে দেখে ক্ষুব্ধ হন হাসপাতালের অন্যান্য রুগির অভিভাবকরা। পরে এমন অমানবিক দৃশ্যের কথা গণমাধ্যম কর্মীরা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে গেলে টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন ঘটনাস্থলে এসে এ বিষয়ে দায়ী কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। সন্ধ্যার কিছু পূর্বে নবজাতকের মরদের ময়লার স্তুপ থেকে উদ্ধার করে মর্গে রাখার ব্যবস্থা করেন তারা।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস