Connect with us

আন্তর্জাতিক

‘হিটলারের দাদা’ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী!

Published

on

August_2014-August_18-K_Chandrasekhar_bg_804047958আন্তর্জাতিক ডেস্ক

নিজেকে ‘হিটলার’ সম্বোধন করতে বলেছেন ভারতের তেলেঙ্গানার রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)। তবে ‘অবিচার’ বন্ধ করতে প্রয়োজনে ‘হিটলারের দাদা’ হওয়ার হুমকিও দিয়েছেন তিনি। রোববার অন্ধপ্রদেশে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন। তিনি বলেন, অনেকে বলে কেসিআর হিটলার, কেউ বলে কেসিআর স্বৈরশাসক, আবার কেউ বলে কেসিআর চোরদের জন্যই হিটলার। মানুষের ব্যাঙ্গাত্মক বক্তব্যে আমি লজ্জাবোধ করি না। অবিচার-অন্যায় দূর করার জন্য আমি ‘হিটলারের দাদা’ও হতে রাজি আছি। সমাজকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন ও এর লাভ নিশ্চিত করতে চলতি সপ্তাহে রাজ্যব্যাপী ২০ কোটি রুপি ব্যয়ে জরিপ চালাতে তেলেঙ্গানায় তার সরকারের গৃহীত পদক্ষেপের পক্ষে সাফাই গাইতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জনগণের কল্যাণার্থেই এই প্রকল্প গৃহীত হয়েছে। এছাড়া, অন্ধ্রপ্রদেশ থেকে এসে তেলেঙ্গানায় বসবাস শুরু করা লোকদের চিহ্নিত করতেই এ জরিপ চালানো হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ নাকচ করে দেন তিনি। বৈঠকের আগে দুই মুখ্যমন্ত্রীই নিজ নিজ রাজ্যের গর্ভনরের সঙ্গে দেখা করেন। এসময় অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানার বিভক্তির লাভক্ষতি তুলে ধরেন তারা। তবে, দুই প্রদেশের মুখ্যমন্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক আছে বলে দাবি করেন কেসিআর। তিনি বলেন, দু’রাজ্যের সাড়ে চার হাজার সরকারি কর্মকর্তাকে কীভাবে যৌথভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে আলোচনা চলছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *