Connecting You with the Truth

হিলি সীমান্তে ১১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

দিনাজপুর প্রতিনিধি:
হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক নারী ও শিশুসহ এগারো বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় হিলি সীমান্তের শূন্যরেখা দিয়ে ভারত অংশের হিলি বিএসএফ ক্যা¤প কমান্ডার জাফরুল্লাহ খান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হিলি চেকপোস্ট ক্যা¤প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদের কাছে তাদের হস্তান্তর করেন। এর আগে সীমান্তের শূন্যরেখায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কো¤পানি কমান্ডার পর্যায়ে দশ মিনিট এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- ঠাকুরগাঁও জেলা সদরের সালন্দর গ্রামের খিতিস সেনের ছেলে পরিমল সেন (২৭), তার স্ত্রী রানু সেন (২৩), নেপাল সাহার মেয়ে সান্তনা সাহা (১৮), নওগা জেলার আত্রাই উপজেলার আটগ্রাম গ্রামের মৃত গোপাল চন্দ্রের ছেলে শ্রী গোপী চন্দ্র (২৭), তার স্ত্রী করুনা রানী (২৫), তার মেয়ে সতী রানী (৭), তার ছেলে পলা চন্দ্র (৫), একই জেলার সোলগাজী গ্রামের হরে কৃষ্ণ সরকারের ছেলে স্বপন সরকার (২৫), সীমা রানী সরকার (২০), তার ছেলে সাগর সরকার (৪) ও হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে নবানুর রহমান (২২)। ফেরত আসা ব্যক্তিরা জানান, তারা প্রত্যেকেই রোববার সকালে হিলি সীমান্তের কামাল গেট এলাকা দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। এবং মালদা যাওয়ার পথে ভারত অংশের হিলি বিএসএফ ক্যা¤প চেকপোস্টের সামনে থেকে দুপুর ২টায় বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। বিজিবি হিলি চেকপোস্ট ক্যা¤প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে বিরাজমান সৌহাদ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ স¤পর্ক থাকায় তাদের আটকের পরও সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে না দিয়েও বিএসএফ সদস্যরা তাদের আমাদের কাছে ফেরত দিয়েছে। পরে গতকাল সকালে ভারত থেকে ফেরত আসা বাংলাদেশিদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশিদের হস্তান্তরের সময় সেখানে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments
Loading...