হেলিকপ্টারে সাথে লন্ডন থেকে মিমের ছবি
বিনোদন ডেস্ক:
তানিয়া আহমেদ পরিচালিত ‘গুডমর্নিং লন্ডন’ ছবির কাজ করতে লাক্স-তারকা মিম বর্তমানে লন্ডনে। সেখানের শুটিং-এর প্রয়োজনে হেলিকপ্টারে উঠতে হলো তাকে। মিম হেলিকপ্টারে উঠার ছবি ফেসবুকে শেয়ার করেন। লন্ডনের একটি স্থানীয় বিমান বন্দরের দেখা যায় বিশাল রানওয়ে পাশে হেলিকপ্টারে সাথে দাঁড়িয়ে রয়েছেন মিম। এছাড়াও হেলিকপ্টারের ভিতরে বসে মিম ‘ভি’ সূচক চিহ্ন দেখাচ্ছেন। ছবিতে তাকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। ছবিটি ফেসবুকে শেয়ার করার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছবিতে লাইক পড়েছে ৪০০০ হাজার ২২২ টি, কমেন্ট ২৬ টি ও শেয়ার হয়েছে ৬বার। ‘গুডমর্নিং লন্ডন’ ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন রায়হান খান। গানের সুর ও সংগীত পরিচালনা করছেন এসআই টুটুল। ছবিটিতে অভিনয় করছেন মিম, তারিক আনাম খান, তানজিকা, আসিফ, মিশু সাব্বির, ইরফান সাজ্জাদ প্রমুখ।