Connecting You with the Truth

হোমনায় বাউল সঙ্গীতের আসর

হোমনা প্রতিনিধি, কুমিল্লা:
কুমিল্লার হোমনা উপজেলার ৫নং আসাদপুর ইউনিয়নের অন্তর্গত খোদেদাউদপুর গ্রামের হযরত রাহাত আলী শাহ ্(রা) এর আশেক মো. মকবুল ফকিরের ১২তম ওরশ মোবারক উপলক্ষে বাউল সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত একটানা বাউল সঙ্গীত পরিবেশিত হয়।
এসময় গান পরিবেশন করেন গুণী শিল্পী কানন দেওয়ান ও স্মৃতি সরকার। এই দুই শিল্পীর মন মাতানো গান শুনতে দূরদূরান্ত থেকে সঙ্গীতপ্রিয় মানুষ অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর জেনারেল ম্যানেজার মো. মাজিজুল ইসলাম ও খোদেদাউদপুর সাজেদা হালিম প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ্। এসময় আরও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট নাজমুল হক, এ্যাডভোকেট আমজাদ, মো. সাকার উদ্দিন, মো. আব্দুল কাইয়ুম, মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ রানা প্রমুখ।

Comments
Loading...