Connect with us

বিনোদন

‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির ট্রেলার

Published

on

বিনোদন ডেস্ক:
এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি, তাই ‘হ্যাপি নিউ ইয়ার’-এর ট্রেলার প্রকাশ হলো ঘটা করে। ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ আগস্ট মুক্তি পেয়েছে এটি। শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট আগেই ঘোষণা করেছিল ‘ইন্ডিয়াওয়ালে’ বক্তব্য থাকায় স্বাধীনতা দিবসের আগের দিন ছাড়া হবে এটি। ট্রেলারের প্রতিটি ঝলকই মুগ্ধ হওয়ার মতো। ধারণা করা হচ্ছে- রঙিন উতসবের আবহে নাচ, গান, অ্যাকশনে ভরপুর হবে ‘হ্যাপি নিউ ইয়ার’। ‘ওম শান্তির ওম’ মুক্তির সাত বছর পর ফের ফারাহ খানের পরিচালনায় কাজ করলেন শাহরুখ। এই জুটির প্রথম ছবি ‘ম্যায় হু না’। ‘হ্যাপি নিউ ইয়ার’ তাদের আগের দুটি ছবির ব্যবসায়িক সাফল্যকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ‘ওম শান্তির ওম’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’-এর পর আবার শাহরুখ ও দীপিকার রসায়ন দেখা যাবে এতে। ছবিটিতে আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, বোমান ইরানি, সোনু সুদ, বিবান শাহ, জ্যাকি শ্রফ-সহ অনেকে। ছবির বেশিরভাগ অংশের চিত্রায়ন হয়েছে দুবাইয়ে। দিওয়ালি উপলক্ষে আগামী ২৪ অক্টোবর মুক্তি পাবে ‘হ্যাপি নিউ ইয়ার’। ট্রেলারের আগে ১৩ আগস্ট সকালে মুক্তি পায় ছবিটির মোশন পোস্টার। শুধু ইউটিউবে নয়, হোয়াটসঅ্যাপেও দেখা যাবে হ্যাপি নিউ ট্রেলার। +৯১৯৮১৯০২০২০২ নম্বরে মিসড কল দিলে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা পাঠালেই চলে আসবে ট্রেলার। এবারই প্রথম এভাবে বলিউডের কোনো ছবির ট্রেলার মুক্তি দেওয়া হলো।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *