Connecting You with the Truth

১৬ বছর পর লুসিচের শিরোপা

s-6
স্পোর্টস ডেস্ক:
ক্রোয়েশিয়ার মিজকানা লুসিচ-বারোনি ১৬ বছর আগে জিতেছিলেন ডব্লউটিএয়ের শিরোপা। এরপর কেটে গেছে অনেক বছর। অবশেষে আক্ষেপ ঘুচেছে, দীর্ঘ বিরতির পর আবারও শিরোপা জিতেছেন তিনি। কোপে বানকু ন্যাশনাল টেনিসের ফাইনালে মার্কিন তারকা ভেনাস উইলিয়ামসকে হারিয়েছেন লুসিচ। সর্বশেষ ১৯৯৮ সালে বোলের টাইটেল জিতেছিলেন লুসিচ। কোপের শিরোপা জয়ের মধ্যর দিয়ে রেকর্ড গড়েছেন তিনি। তা হচ্ছে দীর্ঘ বিরতি দিয়ে আবারও চ্যাম্পিয়ন হওয়া। কোর্টের লড়াইয়ে ৩২ বছর বয়সী লুসিচ ৬-৪, ৬-৩ গেমে জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের ভেনাসের বিপক্ষে। এই মৌসুমে অন্য রূপে হাজির হয়েছেন লুসিচ। সম্প্রতি ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে তিনি হারিয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা সিমোনা হালেপকে। শিরোপা জেতার পর লুসিচ বলেছেন, ‘শেষ অবধি ভালো পারফর্ম করতে পেরেছি। আর দীর্ঘ সময় পর আবারও চ্যাম্পিয়ন হয়েছি। সত্যি, দারুণ লাগছে আমার।’ ক্যারিয়ারে তিনটি ডব্লউটিএর একক শিরোপা জিতেছেন লুসিচ।

Comments
Loading...