Connecting You with the Truth

১৭তম এশিয়ান গেমসের দক্ষিন কোরিয়ার পথে ফুটবল দল

s-6
স্পোর্টস ডেস্ক:
আগামী ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে পর্দা উঠছে ১৭তম এশিয়ান গেমসের। প্রতিযোগিতা উদ্বোধনের আগে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফুটবল ডিসিপ্লিনের গ্র“প পর্বের খেলা। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। রোববার রাত ১১.৫৫টায় এসকিউ-৪৪৭ ফ্লাইটযোগে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে ২৪ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। ২৪ জনের দলে ২০ জন ফুটবলার ও চারজন কোচ-কর্মকর্তা রয়েছেন। বাফুফে ভবনে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধান কোচ লুডউইক ডি ক্রুইফ বলেছেন, ‘আমাদের পাঁচ সপ্তাহের অনুশীলন ভালো হয়েছে। এশিয়ান গেমসে আমাদের কঠিন গ্র“পে মোকাবেলা করতে হচ্ছে। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমি কোনো প্রতিশ্র“তি দিতে চাই না। আমার দলের লক্ষ্য থাকবে পুরো ৯০ মিনিট নিজেদের সেরা খেলা খেলার। আর পরবর্তী লক্ষ্য পয়েন্ট সংগ্রহ করা। অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ৩৬ দিন ধরে ট্রেনিংয়ে এক সঙ্গে রয়েছি আমরা। কোচের কৌশলগুলো আয়ত্ব করার চেষ্টা করেছি। আমাদের গ্র“পটা কঠিন। লক্ষ্য থাকবে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া।’ কোচ-অধিনায়ক আশার বাণী না শোনালেও ম্যানেজার আমিরুল ইসলাম বাবু কিন্তু দল নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, ‘আমরা সিঙ্গাপুর হয়ে কোরিয়া যাচ্ছি। অনুশীলনে আমাদের চেষ্টার কোনো ত্র“টি ছিল না। ভালো কিছু করে দেশের জন্য সুনাম বয়ে আনাই আমাদের লক্ষ্য । আশা করছি, ভালো ফলাফল দেশবাসীকে উপহার দেবে ফুটবলাররা।’ বাংলাদেশ তাদের প্রথম খেলায় আগামী ১৫ সেপ্টেম্বর আফগানিস্তানের মোকাবেলা করবে। ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তান এবং ২২ সেপ্টেম্বর তৃতীয় ও গ্র“পের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ক্রুইফ বাহিনী।

২৪ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল:
টিম ম্যানেজার-মো: আমিরুল ইসলাম বাবু; প্রধান কোচ- লুডউইক ডি ক্রুইফ, সহকারি কোচ-রেনে কোস্টার ও একেএম সাইফুল বারী টিটু।

খেলোয়াড়রা হলেন- মো: শহিদুল আলম, মো: রায়হান হাসান, কেস্ট কুমার বোস, ইয়াছিন খান, আতিকুর রহমান মিশু, সোহেল রানা, মো: মামুনুল ইসলাম মামুন, মো:আমিনুর রহমান সজিব, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ওয়াহেদ আহমেদ, মো: রাসেল মাহমুদ লিটন, তপু বর্মণ, টুটুল হাসেন বাদশা, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, মোহাম্মদ আতিকুর রহমান ফরহাদ, মো: এএস ইউসুফ সিফাত, ওমর ফারুক বাবু, মোহাম্মদ তকলিস আহমেদ, মো: জুয়েল রানা ও জামাল ভূইয়া।


Comments
Loading...