Connect with us

দেশজুড়ে

১৭ জানুয়ারী নীলফামারীতে শুরু হতে যাচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা

Published

on

unnamed-22

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে শুরু হতে যাচ্তিছে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা । আগামী ১৭ জানুয়ারী বিকেলে শহরের উন্মুক্ত মঞ্চে সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নুর প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করবেন ।প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এ্যাকসেস টু ইনফরমেশন(এটুআই) এর নির্দেশনা ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে আগামী ১৯জানুয়ারী রাতে দুদিনের মেলা শেষ হবে। বৃহস্পতিবার সকালে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং এর আয়োজন করে জানানো হয়, মেলায় ডিজিটাল কনটেন্ট, ই সেবা বিষয়ক সরকারী দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, মোবাইল ফোন, ব্যাংক ও ডিজিটাল সেন্টার সমুহের ৩২টি স্টল থাকবে। তিন দিনের মেলায় ডিজিটাল সেন্টার, মাল্টিমিডিয়া শ্রেণী কক্ষ ও ইনোভেশন বিষয়ক তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে এছাড়াও কুইজ, রচণা ও বিতর্ক এবং সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।
প্রেস ব্রিফিং এ সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গুল্লাল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক এসএএম রফিকুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল হক ও জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহজাহান আলী বক্তব্য রাখেন। নীলফামারীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার ৩০জন অংশ গ্রহণ করেন প্রেস বিফ্রিং এ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *