Connecting You with the Truth

১৮ বছর পর মরদেহ উদ্ধার

August_2014-August_20-Untitled_bg_722949330নিখোঁজের ১৮ বছর পর কাশ্মীরের সিয়াচেন থেকে তুষারে ঢাকা মরদেহ মিললো এক সেনা সদস্যের। পুলিশের সুপারইনটেনডেন্ট সুনীল গুপ্ত ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, কাশ্মীরের শ্রীনগর শহরের ৪৫০ কিলোমিটার দূরে গত সপ্তাহে মরদেহটি পাওয়া যায়। ওইসময় পুরো দেহটি বরফে ঢাকা ছিলো। 

ওই সেনা সদস্যের পকেট থেকে পাওয়া কাগজ থেকে তার পরিচয় পাওয়া যায়। উত্তরপ্রদেশে স্বজনদের কাছে তার মরদেহ পাঠানো হয়েছে বলেও জানান সুনীল। ধারণা করা হচ্ছে তুষার ধসে মারা যান ওই সেনা সদস্য।   

১৮ হাজার ফুট উঁচু সিয়াচেন বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধেক্ষেত্র। ওই স্থানের তাপমাত্রা অনেক সময় হিমাঙ্কের নিচে ৬০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। 

এক পরিসংখ্যানে দেখা গেছে, ১৯৮৪ সাল থেকে তুষার ধস, মাত্রাতিরিক্ত ঠান্ডা, হার্ট ফেলসহ বিভিন্ন কারণে আনুমানিক ৮ হাজার সৈন্য সিয়াচেনে মারা গেছেন। 

Comments
Loading...