Connecting You with the Truth

২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু উন্মুক্ত করে দেওয়া হবে-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

1425121784নিজস্ব প্রতিবেদক: ‘পদ্মা সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পদ্মা সেতুর কাজ শুধু পদ্মাপাড়েই হচ্ছে না, জার্মান, সিঙ্গাপুর ও বেইজিংয়েও এ সেতুর কাজ চলমান রয়েছে। যথাসময়ে সেগুলো পদ্মা সেতুতে সংযুক্ত হবে।’

মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুর পুরনো ফেরিঘাট সংযোগ সড়কের সংস্কারকাজ পরিদর্শন করতে এসে শুক্রবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  এ সময় মন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পদ্মা সেতুর কাজ শুধু পদ্মাপাড়েই হচ্ছে না, জার্মান, সিঙ্গাপুর ও বেইজিংয়েও এ সেতুর কাজ চলমান রয়েছে। যথাসময়ে সেগুলো পদ্মা সেতুতে সংযুক্ত হবে।

তিনি বলেছেন, দেশের সড়ক-মহাসড়কে চলমান কাজ যথাসময়ে শেষ না হলে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কালো তালিকাভুক্ত করা হবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

তিনি বলেন, আসন্ন রোজার ঈদ ও বর্ষা মৌসুমের আগেই দেশের চলমান সব সড়ক-মহাসড়কের কাজ শেষ করার টার্গেট দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে কার্যাদেশ বাতিল করা হবে।

ওবায়দুল কাদের বলেন, সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হবে। জাতীয় নির্বাচন সময়মতো হবে। তবে আপাতত দেশে জাতীয় নির্বাচন বা মধ্যবর্তী নির্বাচন করার কোনো চিন্তাভাবনা নেই সরকারের।

তিনি বিএনপিকে নাশকতা ছেড়ে শান্তির পথে আসতে আহ্বান জানান। এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ এবং সেতু বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments
Loading...