Connect with us

বিবিধ

২০৩০ সালের মধ্যে ঘটবেভয়ঙ্কর অপ্রত্যাশিত ঘটনা, উদ্বিগ্ন বিজ্ঞানীরা

Published

on

index
অন্যান্য ডেস্ক:
গ্রিন হাউজের ইফেক্টের কথা আমরা অনেক আগে থেকেই শুনে আসছি। তখন বলা হয়েছিল, প্রশান্ত মহাসাগরে উষ্ণতা বৃদ্ধি পাবে। কিন্তু ঘটেছে উল্টো ব্যাপার। প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা তুলনামূলক কমেছে? তবে গবেষকরা বলছেন, এই শীতলতার কারণ হলো শিল্পকারখানার দূষিত ধোঁয়া ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ধোঁয়ার জন্য সূর্য কিরণ পৃথিবীতে আসতে বাধা পাচ্ছে? কিন্তু এটা ছাড়াও বিজ্ঞানীরা শুনালেন আরও ভয়ঙ্কর খবর। আমাদের এই পৃথিবীর অভ্যন্তরে লুকিয়ে আছে তাপ। বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রের তলদেশে ৫,০০০ ফিট গভীরে যে সুপ্ত তাপ রয়েছে তা আবারো উত্তপ্ত হয়ে উঠবে। ফলে, বৈশ্বিক উষ্ণতা পাবে এক নতুন মাত্রা। আর এটা ঘটবে ২০৩০ সালের মধ্যেই। এই তাপ উপরে উঠে এলে পৃথিবীর সকল জীব ভয়ানক বিপর্যয়ের সম্মুখীন হবে। সম্প্রতি মার্কিন বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে ৬,৫০০ ফিট গভীরে থেকে পানি সংগ্রহ করে তা পরীক্ষা করেন। তারা বলেন যে, ১৯৯৯ থেকে সমুদ্র গর্ভে তাপ জমা হচ্ছে এবং সমুদ্রের তলদেশের এই সুপ্ত তাপ উত্তপ্ত হয়ে উঠবে। ঐ দলের এক বিজ্ঞানী, কা-কিট-তুং বলছেন, ৩০ বছর পর পর এই ধারা পরিবর্তীত হয়, অর্থাৎ একবার গরম, একবার ঠান্ডা? এখন চলছে ঠান্ডা পর্যায়? তাই ২০৩০ সালে গরমের পর্যায়টা কী হবে তা ভেবে দেখবার বিষয়?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *