২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টসহ সারাদেশে আদালত বর্জন
স্টাফ রিপোর্টার:
সংবিধানের ষোড়শ সংশোধনীর প্রতিবাদে আগামী ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টসহ সারাদেশের আদালত বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। গতকাল বিকালে এ কর্মসূচি ঘোষণা করেন বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিচার বিভাগের বর্তমান অবস্থা নিয়ে সারাদেশের আইনজীবী সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি এ ঘোষণা দেন।