Connecting You with the Truth

২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে অভিযানের আশঙ্কা: আতাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ রয়েছে যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে।

মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রী বলেন, “এই অঞ্চলের স্বঘোষিত বাদী, বিচারক ও শাস্তিদাতা হিসেবে ভারত যে ভূমিকা নিতে চাইছে, তা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।” তিনি জানান, পাকিস্তান গত দুই দশক ধরে সন্ত্রাসবাদের শিকার এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েই আসছে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে ‘সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা’ দেন, যাতে পহেলগাম হামলার প্রতিক্রিয়ায় সেনাবাহিনী নিজে থেকেই পদক্ষেপ নিতে পারে।

আতাউল্লাহ তারার বলেন, “পহেলগাম হামলার পর পাকিস্তান একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের প্রস্তাব দেয়। কিন্তু ভারত উত্তেজনার পথ বেছে নিয়েছে, যা গোটা অঞ্চল এমনকি বিশ্বজুড়েই বিপর্যয় ডেকে আনতে পারে।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “পাকিস্তান ভারতের যেকোনও সামরিক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।” একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, “এই যুদ্ধ শুরু হলে তার দায়ভার সম্পূর্ণ ভারতের ওপর বর্তাবে।”

Leave A Reply

Your email address will not be published.