২৫ হাজার বিদেশি যোদ্ধা যোগ দিয়েছে জঙ্গিদের সঙ্গে
আন্তর্জাতিক ডেস্ক :
জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৫ হাজার বিদেশি সেনা যোগ দিয়েছে জঙ্গিদের সঙ্গে। প্রায় ১০০টি দেশ থেকে এই যোদ্ধাদের অধিকাংশ যোগ দিয়েছে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত বিদেশি যোদ্ধাদের সংখ্যা বেড়েছে ৭১ শতাংশ। বিদেশি জঙ্গিযোদ্ধাদের আস্তানায় পরিণত হয়েছে ইরাক ও সিরিয়া। স্কুলের পাঠ শেষ করেই ইসলামি উগ্রপন্থি তরুণরা যোগ দিচ্ছে আল-কায়েদা ও আইএসে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ছয় মাস আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নির্দেশ দেয়, তারা যেন আইএস, আল-কায়েদা ও অন্য জঙ্গি সংগঠনে বিদেশি যোদ্ধাদের যোগ দেওয়ার বিষয়টি অনুসন্ধান করে দেখেন। তাদের অনুসন্ধানে ধরা পড়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে তরুণরা যোগ দিচ্ছে জঙ্গিযোদ্ধা হিসেবে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, অন্য দেশ থেকে যারা সিরিয়া ও ইরাকে এর আগে ভ্রমণে গেছে, তারাই অধিকাংশ বিদেশি যোদ্ধা হিসেবে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ দিচ্ছে। এ ছাড়া তারা নিজ নিজ দেশ থেকে জঙ্গি সংগ্রহ করছে। তাদের ইরাক ও সিরিয়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে।
সূত্র: বিবিসি অনলাইন।