Connecting You with the Truth

২৬ থেকে ২৯ এপ্রিল এইচএসসি পরীক্ষা হবে না

Examঢাকা সিটি করপোরেশন নির্বাচনের জন্য ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এইচএসসি পরীক্ষা নেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

এ সময় শিক্ষামন্ত্রী আরও জানান, পেছানো পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। এ সময় তিনি আরো বলেন, ‘যত বাধাই আসুক, বিএনপি-জামায়াত যাই করুক ১ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

এ সময় প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে হুশিয়ারি করে বলেন, ‘পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয় বরদাস্ত করা হবে না। এবার প্রশ্নপত্র ফাঁস করে কেউ পার পাবে না।’

চলমান হরতাল অবরোধে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে কী করা যায় এ নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে শিগগিরই একটি বৈঠক করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী

 

Comments
Loading...