২৮ ঘন্টাপর লালমনিরহাটের স্বর্নামতি সেতু’র যানচলাচল স্বাভাবিক
লালমনিরহাট প্রতিনিধি: ২৮ ঘন্টাপর লালমনিরহাট-বুড়িমারী মহসড়কের স্বর্নামতি সেতু’র দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের স্বর্ণামতি সেতুর পাথর বোঝাই ট্রাকটি অপসারনসহ সেতু’র পাটাতন মেরামত করেছে সড়ক ও জনপথ অধিদপ্তরের শ্রমিকরা ।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সেতুটির পাটাতন ভেঙ্গে পাথর বোঝাই একটি ট্রাক সেখানে আটকে যায়। এসময় লালমনিরহাটসহ সারাদেশের সাথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় কিছু ঢাকাগামী বাস বাইপাস সড়কে চলাচল করলেও কালীগঞ্জ-হাতিবান্ধা ও পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর থেকে আসা প্রায় ২০টি পাথরের ট্রাক আটকা পড়ে।
মেরামত কাজ শেষে লালমনিরহাট সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক বলেন, বৃষ্টিতে ভিজে শ্রমিকরা স্বর্নামতি সেতু’র কাজ করেছেন। বৈরী আবহাওয়ার কারণে কাজে বিলম্ব হয়েছে।
তিনি আরো বলেন, সাইনবোর্ড থাকা সত্ত্বেও ঝুকিপূর্ন সেতু দিয়ে অধিক ভারি বুড়িমারী স্থলবন্দর থেকে পাথর বোঝাই ট্রাকসহ বিভিন্ন রকম যানবাহন চলাচল করছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর