Connecting You with the Truth

২৮ বছর প্রতীক্ষার পর জয় এনে দিলেন মামুনুল

s-14
স্পোর্টস ডেস্ক:
প্রায় ২৮ বছর এশিয়ান গেমস ফুটবলে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের সোমবারের জয়টি এসেছে ১-০ ব্যবধানে। শেষ মহূর্তে গোল করে দলকে বহুপ্রতীক্ষিত জয় এনে দিয়েছেন দলপতি মামুনুল ইসলাম। ইনচনের মুনহাক স্টেডিয়ামে শুরু থেকেই অবশ্য বল দখলে পিছিয়ে ছিল মামুনুলরা। প্রথমার্ধে ৬৬ শতাংশ বল দখলে রেখেছিল আফগানিস্তান। তবে এসময় বেশকটি সুযোগ তৈরী হলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় সেগুলোতে থেকে গোল পায়নি ফিফা র‌্যাংকিংয়ে ১২৯তম স্থানে থাকা দলটি।দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা গুছিয়ে উঠলেও একেবারে পিছিয়ে থাকেনি আফগানরা। অবশ্য স্রোতের বিপরীতে ম্যাচের ৮৩ মিনিটের মাথায় ভাগ্যনির্ধারণী গোলটি করেন বাংলাদেশের সেরা প্লে-মেকার মামুনুল। আফগানিস্তানের পর ‘বি’ গ্র“পে বাংলাদেশের পরবর্তী বাধা উজবেকিস্তান।উজবেকরা এশিয়ার সেরা ফুটবল খেলুড়ে জাতিগুলোর একটি। ফিফা র‌্যাংকিয়ে তাদের অবস্থান ৫১ আর এশিয়ায় তিন। তাই উজবেকিস্তানের বিপক্ষে ড্র করার ন্যূনতম লক্ষ্য নিয়েই আগামী ১৮ সেপ্টেম্বর মাঠে নামবে হেমন্ত-ওয়হেদরা। আফগানিস্তান মিশন সফল হওয়ায় দ্বিতীয় পর্বে পৌঁছানোর জন্য মামুনুলরা মূলত অপেক্ষা করছে হংকং ম্যাচের জন্য। আফগানিস্তানের পাশাপাশি হংকংকে(১৬১ র‌্যাংকিং) হারানোর প্রাথমিক লক্ষ্য নিয়েই ইনচনে উড়ে গেছেন তারা।

Comments
Loading...