Connecting You with the Truth

৩১ আগস্ট ছাত্রসমাবেশকে ঘিরে আশুলিয়ায় ছাত্রলীগের কর্মীসভা

Asulia Picমশিউর রহমান, আশুলিয়া:

জাতির পিতা শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে ৩১ আগস্ট ছাত্রলীগের উদ্যোগে ঢাকা সরওয়ার্দী উদ্যানের ছাত্রসমাবেশকে ঘিরে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে আশুলিয়াস্থ নবীনগর এলাকার আশুলিয়া থানা ছাত্রলীগের উদ্যোগে জয় রেঁস্তোরার দ্বিতল ভবনে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। আশুলিয়া থানা ছাত্রলীগের আহ্বায়ক ও ধামসোনা ইউনিয়ন (৭নং ওয়ার্ড) মেম্বর মইনুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন আশুলিয়া থানা ছাত্রলীগের ১নং যুগ্ম আহ্বায়ক ছাইদুর রহমান স¤্রাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুল নবী ইমু ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সমাজ কল্যাণ সম্পাদক কাজী এনায়েত। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, আশুলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মিয়া ও ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মিয়াসহ আ.লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

Comments
Loading...