Connecting You with the Truth

৩২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে টিম ইন্ডিয়া

স্বপ্নিল ফাইনালের মঞ্চে ওঠার লড়াইয়ে স্টিভ স্মিথের সেঞ্চুরিতে ধোনির ভারতকে ৩২৯ রানের টার্গেট দিয়েছে টিম অস্ট্রেলিয়া। জবাবে এখন ব্যাট করছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে ১৯ রান। ধাওয়ান ও রোহিত দুজনই ইতোমধ্যে একবার করে জীবন পেয়েছেন। স্লিপে ক্যাচ ছেড়েছেন ওয়াটসন ও হ্যাডিন।

এর আগে, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামা অজিরা শুরু থেকেই ছিলো আক্রমণাত্মক। তাই দলীয় ১৫ রানে ব্যক্তিগত ১২ রান করে উমেশ জাদবে শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এরপর, দারুণ ব্যাটিং করে উইকেটে অ্যারন ফিঞ্চের সাথে শক্ত জুটি গড়েন ষ্টিভ স্মিথ। তবে, দলীয় ১৯৭ রানে আবারো আঘাত হানেন জাদব। ভাঙ্গেন ফিঞ্চ ও স্মিথের ১৮২ রানের গুরুত্বপূর্ণ জুটি। ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি তুলে স্মিথ আউট হন ব্যক্তিগত ১০৫ রানে।

এরপর, মারমুখী ব্যাটিং করতে থাকা গ্লেন ম্যাক্সওয়েলও, ফেরেন ২৩ রান করে। পরে টিকতে পারেন নি অ্যারন ফিঞ্চ। ব্যক্তিগত ৮০ রানে করে তিনি আউট হয়ে যান। শেষ দিকে, জনসনের ২৭ রানের সুবাদে বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া।

বাঁচা মরার এই লড়াইয়ে যে দল জিতবে, তারাই জায়গা করে নেবে ২৯ মার্চ মেলবোর্নে অনুষ্ঠেয় ফাইনালের মঞ্চে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে আরেক আয়োজক দেশ নিউজিল্যান্ড।

Comments
Loading...