Connecting You with the Truth

৩৩৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে টাইগার বাহিনী

পপপপপপপপপপপপপপ বাংলাদেশেরপত্র অনলাইন:  মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কানদের দেয়া ৩৩৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। বাংলাদেশের হয়ে ওপেনিং করতে নামেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। আর প্রথম ওভার বোলিং শুরু করেন লাসিথ মালিঙ্গা। কিন্তু ওভারের দ্বিতীয় বলেই তামিমকে সরাসরি বোল্ড করে সাজ ঘরে ফেরার তিনি। ক্রিজে এসেছেন সৌম্য সরকার।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের প্রথম অংশটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যের প্রমাণিত হলো। মেলবোর্ন ক্রিকেট মাঠে প্রথম ওভারে ক্যাচ ফেলেছেন এনামুল হক। জীবন দিয়েছেন থিরিমান্নেকে। মুশফিকুর রহিম স্টাম্পিংয়ের সুযোগ মিস করেছেন। নিজের বলে রিটার্ন ক্যাচ মিস করেছেন তাসকিন। আবার সাঙ্গাকারার মতো খেলোয়াড়ের ক্যাচ ফেলে দিয়েছেন মমিনুল। এর বাইরে মিস ফিল্ডিংয়ের ছড়াছড়ি ছিল। ছিল ওভার থ্রো। রান আউটের সুযোগ একাধিকবার মিস হয়েছে। সব মিলিয়ে টস হেরে মাঠে বাজে সময় কাটিয়েছে টাইগাররা। আর তিলকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারার অপরাজিত সেঞ্চুরিতে ১ উইকেটে ৩৩২ রান করেছে শ্রীলঙ্কা। ম্যাচের ৪০ ওভার শেষ হলে শ্রীলঙ্কার রান ছিল ১ উইকেটে ২১৭। এরপর থেকে বাংলাদেশের ওপর আরো নির্দয় হয়েছেন দুই ব্যাটসম্যান। বিশেষ করে বেশি নির্মম আচরণ দেখা গেছে দিলশানের মাঝে। ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরিটা করেছেন ১১৫ বলে। আর তিনি যখন বেরিয়ে আসছেন মাঠ থেকে তখন নামের পাশে ক্যারিয়া।

এর আগে, টসে জিতে থিরিমান্নের একমাত্র উইকেট হারিয়ে দিলশানের দেড়শ ও সাঙ্গাকারার সেঞ্চুরি ছাড়ানো দুই ইনিংসে ৩৩২ রান সংগ্রহ করে শ্রীলংকা। বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ের ফলে বারবার জীবন পান দুই অপরাজিত ব্যাটসম্যানই। একমাত্র উইকেটটি নেন পেসার রুবেল হোসেন।

Comments
Loading...